ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হাতবিহীন পাইলট

প্রকাশিত: ১০:২৭, ১৯ মে ২০১৯

 হাতবিহীন পাইলট

শুনতে অবাক লাগলেও সত্য। যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যের জেসিকা কক্স হাতবিহীন জন্মগ্রহণ করেন। কিন্তু তিনি তার দুই পা ব্যবহার করে অনায়াসেই বিমান চালাতে পারেন। এখন তিনি বিমানচালনায় সারা বিশ্বের নারীদের অনুপ্রেরণা। কক্সের কাছে তার ডান পা দিয়ে ইয়োক এবং বাম পা দিয়ে থ্রটল নিয়ন্ত্রণ করা কোন বিষয়ই না। কক্স বলেন, অন্য পাইলটরা যা তাদের হাত দিয়ে করেন, আমি তা করি আমার দুই পা দিয়ে। একসময় বিমানে উড়তে ভয় পেতেন কক্স। তিনি বলেন, শিশু হিসেবে আমি প্রতিবার বাণিজ্যিক ফ্লাইটে উঠতাম এবং সিটে বসেই ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম। মনে হতো কেউ আগলে রাখলে আমি স্বস্তিবোধ করতাম। কক্স বলেন, একটি ছোট বিমানে এক ফ্লাইট সবকিছু পাল্টে দেয়। বিমানটির পাইলট আমাকে নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে এসে সেটি চালাতে বলেন। আমার মনে হয়, যে কোন পরিস্থিতিতে ভয় না পেয়ে তা মোকাবেলা করা বেশি গুরুত্বপূর্ণ। কক্স ইউনিভার্সিটি অব আরিজোনা থেকে স্নাতক পাসের পর ২০১৫ সালে পাইলট হওয়ার জন্য প্রশিক্ষণ নিতে শুরু করেন। কিন্তু বিষয়টা মোটেও সহজ ছিল না। তাই একজন ডেডিকেটেড ফ্লাইট ইন্সট্রাক্টর খোঁজার প্রয়োজন পড়ে তার। কক্স বলেন, আমি অনেক ফ্লাইট ইন্সট্রাক্টর ও কন্ট্রিবিউটরের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছি। নানা ভুল-ভ্রান্তির মধ্য দিয়ে বিমানচালনায় সিদ্ধহস্ত হতে প্রায় তিন বছর লেগে যায় আমার। কক্সকে ২০০৮ সালে লাইট স্পোর্ট এয়ারক্র্যাফট এরকুপ চালানোর অনুমতি দেয় ফেডারেল এভিয়েশন এ্যাডমিনিস্ট্রেশন। -সিএনএন
×