ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঝড়ে শাহজালালে ইউএস বাংলার বোয়িং ক্ষতিগ্রস্ত

প্রকাশিত: ১০:২৪, ১৯ মে ২০১৯

 ঝড়ে শাহজালালে ইউএস বাংলার বোয়িং ক্ষতিগ্রস্ত

স্টাফ রিপোর্টার ॥ প্রচন্ড ঝড়ের কবলে পড়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ (এস ২-এজেসি)। এ কারণে ঢাকা থেকে গুয়ানজুগামী ফ্লাইট (বিএস-৩২৫) বাতিল করেছে ইউএস-বাংলা। শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডের মহাব্যবস্থাপক মোঃ কামরুল ইসলাম। এ প্রসঙ্গে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ঝড়ের তীব্রতা ছিল বেশি। সন্ধ্যা ৭টা ২ মিনিটের দিকে ঢাকায় ৬৫ কিলোমিটার বেগে এবং ৭টা ৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৩ কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যায়। এদিকে, ঝড়ের সময় র‌্যাম্পে থাকা পেলেট রিজেন্ট এয়ারওয়েজের একটি ড্যাশ-৮ বিমানের ওপর এসে পড়ে। তবে, এতে বিমানটি তেমন ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে বিমানবন্দর সূত্র। শুক্রবার সন্ধ্যায় ঝড়ে এ্যাপ্রোন এলাকায় থাকা একটি পেলেট উড়ে গিয়ে ইউএস-বাংলার বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজে আঘাত হানে। এতে একটি ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডের জিএম মোঃ কামরুল ইসলাম বলেন-উড়োজাহাজটি র‌্যাম্পে পার্কিং করা ছিল। কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি প্রকৌশল বিভাগ চেক করে দেখছে। গুয়ানজুর ফ্লাইটটি বাতিল করা হয়েছে। সেই ফ্লাইটের যাত্রীদের অন্য ফ্লাইটে নিয়ে যাওয়া হবে।
×