ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘বিটিসিএলে সিবিএ ধ্বংসের চেষ্টা চলছে’

প্রকাশিত: ১০:০২, ১৯ মে ২০১৯

 ‘বিটিসিএলে  সিবিএ ধ্বংসের চেষ্টা চলছে’

বিটিসিএল প্রশাসনের কিছু কর্মকর্তার সহযোগিতায় সন্ত্রাসী ও চাঁদাবাজির অভিযোগ করেছে বিটিসিএল শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয়ন সিবিএ। শনিবার সিবিএয়ের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভায় এই অভিযোগ করা হয়। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিবিএ সভাপতি শাহনেওয়াজ। সভা পরিচালনা করেন মহাসচিব এসএমএ মুকিত (হিরু)। সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে বিটিসিএলে সন্ত্রাসী ও চাঁদাবাজ কর্মচারী নব্য আওয়ামী লীগ সেজে জয় বাংলা স্লোগান দিয়ে নানা উপায়ে সাধারণ কর্মচারীদের অপমান-অপদস্থ করছে। জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত সংগঠনের অফিস দখল করে সন্ত্রাসী কর্মকা-ের মাধ্যমে সাধারণ নিরীহ কর্মচারীদের জিম্মি করে রেখেছে। বিটিসিএল শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয়ন (সিবিএ) জাতীয় শ্রমিক লীগের একমাত্র সংগঠন। সংগঠনের নেতাকর্মীরা বিগত দিনে জামায়াত জোটের নৈরাজ্য জ্বালাও-পোড়াও এর বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছে। কয়েক বছর ধরে প্রশাসনে একজন চিহ্নিত বিএনপি-জামায়াত সমর্থক কর্মকর্তার আশীর্বাদে মুক্তিযুদ্ধের সিবিএ ধ্বংসের চেষ্টা করছে একটি চক্র। এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপকর্মের কারণে বিটিসিএল এখন লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এদের চিহ্নিত করে বিটিসিএলকে বাঁচানোর দাবি জানিয়েছেন সিবিএস নেতারা। -বিজ্ঞপ্তি।
×