ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অনলাইন পোর্টালকে শৃঙ্খলায় আনতে হবে ॥ তথ্যমন্ত্রী

প্রকাশিত: ০৯:৫৯, ১৯ মে ২০১৯

 অনলাইন পোর্টালকে  শৃঙ্খলায় আনতে  হবে ॥  তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দেশে অনলাইনের পাশাপাশি বিভিন্ন দৈনিক ও টেলিভিশনের অনলাইন সংস্করণ রয়েছে। এসব অনলাইনকে নিবন্ধনের মাধ্যমে শৃঙ্খলার আওতায় আনতে হবে। স্বপ্নের বাংলাদেশ গড়তে সাংবাদিকতার ভূমিকা গুরুত্বপূর্ণ। শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত ‘সাংবাদিকতার নীতিমালা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও তথ্য অধিকার আইন অবহিতকরণ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা বলেন। চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য এ কর্মশালার আয়োজন করে। তথ্যমন্ত্রী বলেন, এ জাতির জন্য এ ধরনের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা প্রয়োজন তা বাস্তবায়নে সকলের অংশগ্রহণ জরুরী। বস্তুগত উন্নয়ন দিয়ে উন্নত জাতি গঠন সম্ভব নয় বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, উন্নত জাতিতে পরিণত হলে বস্তুগত উন্নয়ন অবশ্যম্ভাবী। তিনি বলেন, গণমাধ্যম রাষ্ট্র গঠন, নতুন প্রজন্মের মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক্ষেত্রে বর্তমান সময়ে সাংবাদিকতায় অনুসন্ধানী রিপোর্ট বহুলাংশে কমে গেছে বলে তিনি মন্তব্য করেন। অথচ, এ জাতীয় রিপোর্ট সমাজের তৃতীয় নয়ন খুলে দেয়। এ কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সাংবাদিক কারা হবেন সেটা আগে ঠিক করতে হবে। এটা না হলে পেশার মর্যাদা ধরে রাখা যাবে না। তিনি বলেন, দেশে ৮ হাজার অনলাইন পোর্টাল রয়েছে। অনলাইনে অবাধ তথ্য প্রবাহের কারণে জাতীয় ও আন্তর্জাতিক সমস্যা হচ্ছে। সৃষ্টি হচ্ছে বিপদ। সাংবাদিকদের নামে চাঁদাবাজি, অনৈতিকতা, হলুদ সাংবাদিকতা থেকে পরিত্রাণ চাই-এটা প্রকৃত সাংবাদিকদেরই করতে হবে। সাংবাদিক নেতৃত্বকে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে অনৈতিকতার লাগাম টানতে হবে। সাংবাদিকদের রয়েছে অধিকারের প্রশ্ন। প্রেস কাউন্সিলের সচিব মোঃ শাহ আলমের সঞ্চালনায় এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও প্রেস কাউন্সিলের সদস্য মঞ্জুরুল আহসান বুলবুল। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বিএফইউজে সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজে সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস প্রমুখ।
×