ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাচারকারী চক্রের হোতাদের কাছ থেকে ৮৪ রোহিঙ্গা উদ্ধার, আটক ৫

প্রকাশিত: ০৯:৫৯, ১৯ মে ২০১৯

 পাচারকারী চক্রের হোতাদের কাছ থেকে ৮৪ রোহিঙ্গা উদ্ধার, আটক ৫

বিডিনিউজ ॥ অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া পাচারের সময় ৮৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও পুলিশ। আটক করা হয়েছে মানব পাচারকারী দলের পাঁচজনকে। সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ সৈকত এলাকা ও পেকুয়া উপজেলার উজানটিয়া করিমদাদ মিয়া ঘাট থেকে শুক্রবার মধ্যরাতে এই রোহিঙ্গাদের উদ্ধার ও পাচারকারীদের আটক করা হয়। কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম ফয়জুল ইসলাম ম-ল বলেন, ‘একটি মানবপাচারকারী চক্র অবৈধভাবে মালয়েশিয়ায় কিছু লোক পাচার করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের দক্ষিণ বিচ এলাকায় অভিযান চালিয়ে পাঁচ মানবপাচারকারীকে আটক এবং ১৭ রোহিঙ্গা সদস্যকে উদ্ধার করা হয়।’ উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে শিশুসহ ১০ পুরুষ ও সাত নারী রয়েছেন। মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজারে শরণার্থী জীবন কাটাচ্ছেন। তারা মানবপাচারকারীদের অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। উদ্ধার ১৭ রোহিঙ্গা এবং আটক ৫ দালালকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা ফয়জুল। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস বলেন, ‘পাচারকারীদের বিরুদ্ধে মামলা হবে। রোহিঙ্গা সদস্যদের আদালতে উপস্থিত করে তাদের নিজ নিজ ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে।’ অন্য ৬৭ জনকে আটক করা হয় পেকুয়ার উজানটিয়া করিমদাদ মিয়া ঘাট থেকে।
×