ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নিহত ৯, আহত ১৮

প্রকাশিত: ০৯:৫৬, ১৯ মে ২০১৯

 সড়ক দুর্ঘটনায় নিহত ৯, আহত ১৮

জনকণ্ঠ ডেস্ক ॥ গত শুক্র ও শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ও অন্তত ১৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর। তাদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের মধ্যে রয়েছে বাগেরহাটে ৬ জন এবং রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়ায় ও ভালুকায় ১ জন করে মোট তিনজন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। বাগেরহাট ॥ বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গায় শনিবার সকালে একটি যাত্রীবাহী বাসের চাকা খুলে গাছের সঙ্গে ধাক্কা লেগে নারীসহ ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। খুলনার রূপসা থেকে বাসটি যাত্রী নিয়ে মোল্লাহাট হয়ে গোপালগঞ্জের ঘোনাপাড়া যাচ্ছিল। নিহতরা হলেন বাগেরহাট সদর উপজেলার কোদলা গ্রামের হাকিম বিশ্বাসের ছেলে হেকমত বিশ্বাস (৪৫), খুলনা জেলার কয়রার অর্জুনপুর গ্রামের কাদের সরদারের ছেলে কুদ্দুস সরদার (৬০), খুলনার রূপসার নৈহাটি গ্রামের আবুবক্করের ছেলে বাস চালক ফরহাদ (৪৫), পাঁচআনি গ্রামের আব্দুস ছালামের ছেলে বাসের হেলপার সুমন, সড়কের পাশের নির্মাণ শ্রমিক কয়রা উপজেলার দেলোয়ার (৬০) এবং ফকিরহাট উপজেলার বৈলতলী গ্রামের সেলিম শেখের স্ত্রী হোসনেয়ারা (৩০)। ঘটনার পরপরই পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠায়। রাঙ্গামাটি ॥ রাঙ্গামাটির কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় জয়ন্ত তঞ্চঙ্গ্যা (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার ৪নং ইউনিয়ন পরিষদের বাসস্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া ॥ বাঞ্ছারামপুরে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সুন্দর আলী (৫৫) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। শনিবার সকালে ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ফতেহপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুন্দর আলী তেঁজখালী ইউনিয়নের তেজখালী গ্রামের ফুরা মিয়ার ছেলে। ভালুকা, ময়মনসিংহ ॥ গফরগাঁও সড়কের উপজেলার গোয়ারী নন্দীবাড়ি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মিল্লাত হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। কলাপাড়া ॥ কলাপাড়া-কুয়াকাটা সড়কের মোহাম্মদপুর নামক স্থানে দুটি ভাড়াটে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছয় জন গুরুতর জখম হয়েছে। শনিবার বেলা পৌনে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
×