ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ম্যানইউকে হটিয়ে শীর্ষে রিয়াল

প্রকাশিত: ০৯:২৬, ১৯ মে ২০১৯

  ম্যানইউকে হটিয়ে শীর্ষে রিয়াল

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমটা মোটেও ভাল কাটেনি রিয়াল মাদ্রিদের। সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে জুভেন্টাসে নতুন করে ঠিকানা গড়েন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ইতিহাস গড়ে কোচ জিনেদিন জিদানও চলে যান রিয়াল ছেড়ে। এর ফলে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের রাজত্ব হারানোর পাশাপাশি স্প্যানিশ লা লিগায়ও নিজেদের মেলে ধরতে পারেননি তারা। তবে মাঠে ডুবলেও মাঠের বাইরে ঠিকই নিজেদের বাজার বিস্তার করেছে স্প্যানিশ জায়ান্টরা। ইংলিশ প্রিমিয়ার লীগের সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে হটিয়ে ফুটবল ব্র্যান্ডের মূল্য তালিকায় শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। গত বছর তালিকার দুইয়ে ছিল তারা। চলতি বছর ১.৬৪৬ বিলিয়ন ইউরো ব্র্যান্ড মূল্য দাঁড়িয়েছে স্প্যানিশ জায়ান্টদের। ষষ্ঠ স্থানে থেকে প্রিমিয়ার লীগ শেষ করা ইউনাইটেডের ব্র্যান্ড মূল্য ১.৪৭২ বিলিয়ন ইউরো। তালিকার তিনে আছে রিয়াল মাদ্রিদেরই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনা। কাতালানদের ব্র্যান্ড মূল্য ১.৩৯৩ বিলিয়ন ইউরো। এই তালিকার তিনে রয়েছে বেয়ার্ন মিউনিখ (১.৩১৪ বিলিয়ন ইউরো)। শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে যথাক্রমে ম্যানচেস্টার সিটি (১.২৫৫ বিলিয়ন ইউরো) এবং লিভারপুল (১.১৯১ বিলিয়ন ইউরো)। ব্র্যান্ড মূল্যের সেরা ৫০ ক্লাবের মধ্যে রিয়াল ও বার্সিলোনা ছাড়া আর কোন স্প্যানিশ ক্লাব সেরা দশে নেই। এ্যাটলেটিকো মাদ্রিদ আছে ১৪তম স্থানে। ৩৫তম স্থান থেকে ১৩তম স্থানে উঠে এসেছে সেভিয়া। অবনমনের ফলে এ্যাথলেটিক ক্লাব নেমে গেছে ৪৫ নম্বরে। ভিয়ারিয়াল ও ভ্যালেন্সিয়া উঠে এসেছে যথাক্রমে ৪৭ ও ৪৮তম স্থানে। এদিকে ২০১৮-১৯ মৌসুমের ব্যর্থতা থেকে বেরিয়ে এসে নতুন মৌসুমে জ্বলে উঠতে চায় রিয়াল মাদ্রিদ। সে জন্য ইডেন হ্যাজার্ডের পর আরও এক প্রিমিয়ার লীগ তারকার জন্য ঝাঁপাতে পারে তারা। লিভারপুলের ফরোয়ার্ড মোহম্মদ সালাহকে দলে চাইছে ক্লাবটি। স্বয়ং রিয়াল কোচ জিদান দলে চাইছেন মিসরীয় তারকাকে। স্ট্যামফোর্ডব্রিজ থেকে স্যান্টিয়াগো বার্নাব্যুতে আস্তানা গাড়া প্রায় নিশ্চিত হ্যাজার্ডের। এবার রিয়ালের নজর প্রিমিয়ার লীগের যুগ্ম সর্বোচ্চ গোল স্কোরার সালাহর দিকে। লিভারপুলের এই মিসরীয় স্ট্রাইকার এবার প্রিমিয়ার লীগে ২২টি গোল করে সতীর্থ সাদিও মানে ও আর্সেনালের পিয়েরে এমেরিকের সঙ্গে যুগ্মভাবে গোল্ডেন বুটের দখল নিয়েছেন। শেষ দু’টি মৌসুমে লিভারপুল তথা ইউরোপিয়ান ফুটবলের অন্যতম ধারাবাহিক তারকা হিসেবে নিজেকে চিহ্নিত করেছেন সালাহ। তাই রিয়াল কোচ জিদান মনে করছেন বেনজেমা এবং হ্যাজার্ডের সঙ্গে সালাহর জুটি রিয়ালের আক্রমণভাগকে অন্য মাত্রায় পৌঁছে দিতে পারে। সালাহর গতি ও ক্ষিপ্রতা রিয়ালের খেলায় বাড়তি প্রাণ সঞ্চার করতে পারে বলেই বিশ্বাস রিয়াল কোচের। যদিও লিভারপুল কোচ ক্লপ দলের সেরা তারকাকে ছাড়তে রাজি নন বলেই শোনা যাচ্ছে। কোচের ইচ্ছাকে সম্মান জানিয়ে লিভারপুল সালাহকে ধরে রাখার পক্ষপাতী। তবে রিয়াল যদি শেষ পর্যন্ত রেকর্ড অঙ্কের কোন প্রস্তাব দিয়ে বসে সেক্ষেত্রে ব্যবসায়িক দিক থেকে নিজেদের অবস্থান বদল করতে পারে প্রিমিয়ার লীগ রানার্সরা। সন্দেহ নেই সালাহর মতো তারকার বিনিময়ে বিপুল অঙ্কের অর্থ দাবি করতে পারে লিভারপুল।
×