ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোমের ফাইনালে কন্টা

প্রকাশিত: ০৯:২৫, ১৯ মে ২০১৯

 রোমের ফাইনালে কন্টা

জিএম মোস্তফা ॥ ইতালিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন জোহানা কন্টা। শনিবার কিকি বার্টেন্সের বিপক্ষে কষ্টের জয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেন তিনি। সেমিফাইনালে গ্রেট ব্রিটেনের এই প্রতিনিধি এদিন পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৫-৭, ৭-৫ এবং ৬-২ গেমে পরাজিত করেন দুর্দান্ত ফর্মে থাকা হল্যান্ডের কিকি বার্টেন্সকে। সেই সঙ্গে ইতিহাসেও জায়গা করে নিলেন কন্টা। ভার্জিনিয়া ওয়েডের পর গ্রেট ব্রিটেনের প্রথম খেলোয়াড় হিসেবে ইতালিয়ান ওপেনের শেষ চারের টিকেট কাটেন তিনি। ভার্জিনিয়া ওয়েড ১৯৭১ সালে সর্বশেষ কোন ব্রিটিশ প্রতিনিধি হিসেবে এই টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছিলেন। এবার সেই কাজটাই করলেন জোহানা কন্টা। তবে কাজটা মোটেও সহজ ছিল না ২৮ বছর বয়সী কন্টার। কেননা ডাচ তারকা কিকি বার্টেন্স এই মুহূর্তে টেনিস কোর্টে দুর্দান্ত খেলছেন। সদ্য সমাপ্ত মাদ্রিদ ওপেনেও যে বাজিমাত করেছেন তিনি। অসাধারণ পারফর্ম করেই মাদ্রিদের শিরোপা জিতেন কিকি বার্টেন্স। সেই টুর্নামেন্টের ফাইনালে রোমানিয়ার সিমোনা হ্যালেপকে হারিয়ে ক্লে-কোর্টের এই শিরোপা উঁচিয়ে ধরেন কিকি বার্টেন্স। ইতালিয়ান ওপেনেও বেশ ভাল সূচনা করেন তিনি। কন্টার বিপক্ষেও প্রথম সেট জিতে দুর্দান্ত সূচনা করেন টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই। কিন্তু শেষ পর্যন্ত কন্টার বিপক্ষে পেরে উঠতে পারেননি হল্যান্ডের এই তরুণ প্রতিভাবান খেলোয়াড়। দুই ঘণ্টা ৪৯ মিনিট লড়াই করে কিকি বার্টেন্সকে হারিয়ে দেন জোহানা কন্টা। টুর্নামেন্টের ফাইনালে আজ আবারও কোর্টে নামছেন কন্টা। শিরোপা জয়ের লড়াইয়ে তার প্রতিপক্ষ হয় ক্যারোলিনা পিসকোভা নয় মারিয়া সাক্কারি। এদিকে পুরুষ এককে ইতালিয়ান ওপেনের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন টুর্নামেন্টের দুই ফেবারিট তারকা রাফায়েল নাদাল এবং নোভাক জোকোভিচ। বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় জোকোভিচ ৪-৬, ৭-৬ (৮/৬) এবং ৬-৪ গেমে পরাজিত করেন জুয়ান মার্টিন ডেল পোত্রোকে। শেষ চারে তার প্রতিপক্ষ এখন আর্জেন্টিনার ডিয়েগো শোয়ারটজম্যান। কেমন হবে সেমিফাইনাল? এ বিষয়ে বেশ সতর্ক জোকোভিচ। তবে বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় সেমিফাইনালে উঠেই নিজেকে সৌভাগ্যবান বলে মন্তব্য করেছেন। এ প্রসঙ্গে সার্বিয়ান তারকা বলেন, ‘গুরুত্বপূর্ণ সময়ে ভাগ্য আমার পক্ষে কাজ করেছে। বিশেষ করে দ্বিতীয় সেটের টাইব্রেকে। কেননা সে খুব ভাল খেলছি। ম্যাচে আমাকে বেশ ভুগিয়েছে। তবে আমি কখনই বিশ্বাস হারাইনি। যে কারণে এই জয়ের পর আমি খুব খুশি।’ বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ে সোয়ারটজম্যানের অবস্থান ২৪ নম্বরে। কোয়ার্টার ফাইনালে তিনি জাপানের কেই নিশিকোরির মুখোমুখি হয়েছিলেন। দুর্দান্ত খেলেই নিশিকোরিকে বিদায় করেন তিনি। এই জয়ের পর আত্মবিশ্বাসটাও বেড়ে গেছে তার। যে কারণে নোভাক জোকোভিচের বিপক্ষেও নিজের সেরাটা ঢেলে দেয়ার লক্ষ্য নিয়ে কোর্টে নামবেন এই আর্জেন্টাইন। ইতালিয়ান ওপেনের পুরুষ এককের বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। রেকর্ড নবম শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই কোর্টে নেমেছেন এবার। কোয়ার্টার ফাইনালে তিনি ৬-৪ এবং ৬-০ গেমে উড়িয়ে দেন স্বদেশী তারকা ফার্নান্দো ভার্দেস্কোকে। ক্লে-কোর্টে রাজা হিসেবে পরিচিত নাদাল। কিন্তু এ মৌসুমটা মোটেও ভাল হয়নি তার। কেননা রোম ওপেনের আগের চার টুর্নামেন্টেই যে ব্যর্থ হয়েছেন তিনি। ফাইনালে উঠার পথে নাদালের বড় বাধা এখন স্টিফানোস সিসিপাস। তবে দুই তারকার জয়ের দিনে সমর্থকদের হতাশ করেছেন রজার ফেদেরার। ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়িয়েছেন তিনি। অথচ ২০১৬ সালের পর এবারই প্রথম ইতালিয়ান ওপেনে খেলছিলেন ফেড এক্সপ্রেস। কিন্তু ইনজুরির কারণে কোয়ার্টার ফাইনালের আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো রজার ফেদেরারকে। ইনজুরির কারণে এবার সরে দাঁড়িয়েছেন রোমানিয়ার সিমোনা হ্যালেপ, ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামসও।
×