ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

উইন্ডিজ বিশ্বকাপ দলে ফিরছেন পোলার্ড

প্রকাশিত: ০৯:২৪, ১৯ মে ২০১৯

 উইন্ডিজ বিশ্বকাপ দলে ফিরছেন পোলার্ড

স্পোর্টস রিপোর্টার ॥ সাফল্যের জন্য তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার সংমিশ্রণের যে বিকল্প নেই সেটি হাড়ে হাড়ে টের পেল ওয়েস্ট ইন্ডিজ। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের কাছে বিধ্বস্ত হওয়ার পর অধিনায়ক জেসন হোল্ডারও প্রসঙ্গটা বিশেষভাবে উল্লেখ করেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) কারণে ক্রিস গেইল, আন্দ্রে রাসেলসহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটার এই সিরিজে ছিলেন না। আইরিশদের বিপক্ষে জয় পেলেও ফাইনালসহ তিন ম্যাচেই টাইগারদের কাছে নাস্তানাবুদ ওয়েস্ট ইন্ডিজ তাদের বিশ্বকাপ স্কোয়াডে অভিজ্ঞ কাইরেন পোলার্ডকে যুক্ত করতে যাচ্ছে। ক্যারিবীয় নির্বাচক কমিটির এক বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ‘ত্রিনিদাদ এ্যান্ড টোবাগো গার্ডিয়ান’ জানিয়েছে, ২৩ মে স্কোয়াডে পরিবর্তনের শেষ সময়ের মধ্যেই পোলার্ডাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আর অভিজ্ঞ পারফর্মারদের অন্তর্ভুক্তির ইঙ্গিত দিয়ে ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক কমিটির প্রধান জ্যামাইকান রবার্ট হেইন্স বলেছেন, ‘বিশ্বকাপের দলে থাকা ১৫ জনের মধ্যে ৯ জনই প্রথমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে। তবে নতুন নির্বাচন পলিসির অংশ হিসেবে এমন কিছু খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে যারা গত এক-দেড় বছরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেনি। কিন্তু তাদের মেধা ও অভিজ্ঞতা রয়েছে। তবে এক্ষেত্রে অভিজ্ঞতা, ফিটনেস, টিম ব্যালেন্স, বর্তমান ফর্ম ও কন্ডিশন বিবেচনা করা হবে। চূড়ান্ত দল ঘোষণার ক্ষেত্রে আমাদের হয়তো কঠিন সিদ্ধান্ত নিতে হবে।’ ওয়েস্ট ইন্ডিজের ঘোষিত দলে নয়জন ক্রিকেটার রয়েছেন যারা প্রথমবারের মতো বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে খেলতে যাচ্ছেন। প্রাথমিক দলে পোলার্ডের মতো হার্ডহিটার ব্যাটসম্যান ও কার্যকরী বোলারকে না রাখায় অনেকেই বিস্মিত হয়েছিলেন। তবে শেষ পর্যন্ত হয়তো এই তারকা অলরাউন্ডারের কপাল খুলতে যাচ্ছে। ত্রিদেশীয় সিরিজ শেষ হয়েছে শুক্রবার রাতে। দুই-একদিনের মধ্যেই এই সিরিজের পারফর্মেন্সের ওপর ভিত্তি করে বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড আইসিসির (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) কাছে জমা দিবে উইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)। ৩২ বছর বয়সী পোলার্ড ২০১৬ সালের অক্টোবরে সর্বশেষ দেশের হয়ে ওয়ানডে খেলেছেন। ১০১ ম্যাচে রান করেছেন ২ হাজার ২৮৯। গড় ২৫.৭১। ওয়ানডেতে তিনটি সেঞ্চুরির পাশাপাশি তার ৯টি হাফ সেঞ্চুরি রয়েছে। স্ট্রাইক রেট ৯২.৮৯। বল হাতে ৩৯.১২ গড়ে ৫০ উইকেট নিয়েছেন। ইকোনমি ৫.৭৪। সম্প্রতি তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলের শিরোপা জিতেছেন। সেখানে বল ও ব্যাট হাতে কার্যকরী ভূমিকা রেখেছেন। সুতরাং বিশ্বকাপের মতো মেঘা ইভেন্টে তার মতো অভিজ্ঞ ও কার্যকর অলরাউন্ডারের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে ক্যারিবীয়দের শক্তি বাড়াবে।
×