ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চার বছর পর স্পেন দলে কাজোরলা

প্রকাশিত: ০৯:২৩, ১৯ মে ২০১৯

 চার বছর পর স্পেন দলে কাজোরলা

স্পোর্টস রিপোর্টার ॥ ফারোই আইসল্যান্ড এবং সুইডেনের বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস এনরিকে। আর এই দলে আরও একবার স্পেনের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন সান্তি কাজোরলা। ইনজুরি থেকে ফেরার পর ভিয়ারিয়ালের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন কাজোরলা। তারই পুরস্কারই পেলেন স্পেনের জাতীয় দলে ডাক পেয়ে। অথচ ১১টি অস্ত্রোপচার করেছেন কাজোরলা। ২০১৫ সালের নবেম্বরের পর এই প্রথম জাতীয় দলে ডাক পেলেন ৩৪ বছর বয়সী খেলোয়াড়। আর্সেনালের সাবেক এ মিডফিল্ডার খেলবেন ২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে। হাঁটু, পায়ের পাতা ও গোড়ালিতে অস্ত্রোপচার করানোর কারণে মোট ৬৬৮ দিন মাঠের বাইরে ছিলেন কাজোরলা। এছাড়া গোড়ালির আট সেন্টিমিটার জায়গায় ‘ইটিং’ নামের ব্যাকটেরিয়ায়ও আক্রান্ত হয়েছিলেন তিনি। কঠিন সেই যুদ্ধে জয়ী হয়েই ফিরেছেন প্রতিযোগিতামূলক ফুটবলে। আগামী ৭ জুন ফারোই আইসল্যান্ডের বিপক্ষে ইউরো বাছাইপর্বের ম্যাচ খেলবে ইউরো বিশ্বকাপ-ইউরো জয়ী স্পেন। এরপর ১০ জুন ঘরের মাঠে তারা খেলবে সুইডেনের বিপক্ষে। এ দুই ম্যাচেই খেলবেন কাজোরলা। স্পেনের জার্সিতে ইতোমধ্যেই ৭৭ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন তিনি। এই সময়ে প্রতিপক্ষের জালে ১৪ গোল করেছেন। সর্বশেষ ২০১৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। সেই ম্যাচে স্পেন ২-০ গোলের জয় পায়। কাজোরলা করেন দলের দ্বিতীয় গোল। ২০১৮ সালের জুলাই মাসে ফ্রি-ট্রান্সফারে আর্সেনাল থেকে ভিয়ারিয়ালে যোগ দেন কাজোরলা। এ মৌসুমে ভিয়ারিয়ালকে অবনমন থেকে বাঁচিয়েছেন তিনি। গোল করেছেন চারটি। সহযোগিতা করেছেন আরাও ১০ গোলে। লীগে ভিয়ারিয়ালের ৩৭ ম্যাচের মধ্যে তিনটিতে খেলতে পারেননি স্পেনের এই অভিজ্ঞ ফুটবলার। লুইস এনরিকের ঘোষিত ২৩ সদস্যের স্পেন দলে ডাক পেয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ইসকোও। গোলপোস্টের নিচে নিজের জায়গাটা ঠিক রেখেছেন ম্যানচেস্টার ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গিয়া। ইনজুরি কাটিয়ে এনরিকের দলে ফিরেছেন কারবাহাল এবং আসপাসও। তবে সবচেয়ে বড় চমক হলো মিকেল ওয়ারজাবাল। স্পেন স্কোয়াড গোলকিপার ॥ ডেভিড ডি গিয়া, কেপা, পাউ লুপেজ। ডিফেন্ডার ॥ সার্জি রবার্তো, জর্দি আলভা, জেসুস নাভাস, সার্জিও রামোস, ইনিগো মার্টিনেজ, ডিয়াগো লরেন্তে, মারিয়ানো হারমুসো, দানি কারবাহাল, জোসে লুইস গায়া। মিডফিল্ডার ॥ রোদ্রি, ইসকো, দানি পারেজো, মার্কো এ্যাসেনসিও, সার্জিও বুসকেটস, ফ্যাবিয়ান রুইজ, কাজোরলা। ফরোয়ার্ড ॥ রোদ্রিগো, মোরাতা, ইয়াগো আসপাস, ওয়ারজাবাল।
×