ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ার প্রতিরক্ষা উপমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

প্রকাশিত: ০৯:১৯, ১৯ মে ২০১৯

 মালয়েশিয়ার প্রতিরক্ষা  উপমন্ত্রীর রোহিঙ্গা  ক্যাম্প পরিদর্শন

মালয়েশিয়ার প্রতিরক্ষা উপমন্ত্রী সিনেটর লিউ চিন টং এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার কক্সবাজারে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের ক্যাম্প এবং মালয়েশিয়ার সহায়তায় নির্মিত ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা ক্যাম্পের বাসিন্দা, স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন এনজিওর সঙ্গে মতবিনিময় করেন। ক্যাম্পের বাসিন্দাদের পক্ষ থেকে কমিউনিটি লিডারগণ অনতিবিলম্বে তাদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করেন। খবর বাসসর। এছাড়া তারা মালয়েশিয়ার প্রতিরক্ষা উপমন্ত্রীর কাছে আশিয়ান দেশসমূহের প্রচেষ্টায় এই মানবিক বিপর্যয় আশু সমাধানের জন্য অনুরোধ জানায়। এ সময় মালয়েশিয়ার প্রতিরক্ষা উপমন্ত্রী বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের প্রয়োজনীয় চাহিদা পূরণে বাংলাদেশকে অব্যাহত সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। মালয়েশিয়া প্রতিরক্ষা উপমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঠিক ও সময়োপযোগী দিক নির্দেশনায় বাংলাদেশ সরকার ও জনগণের বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের বিষয়টির ভূয়সী প্রশংসা করেন। এছাড়া মালয়েশিয়া ফিল্ড হাসপাতালের সুষ্ঠু পরিচালনার বিষয়ে বিশেষ সহযোগিতার জন্য বাংলাদেশ সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান।
×