ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ॥ জমিরউদ্দিন

প্রকাশিত: ০৯:১৮, ১৯ মে ২০১৯

 খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর  সন্ধিক্ষণে ॥ জমিরউদ্দিন

স্টাফ রিপোর্টার ॥ খালেদা জিয়াকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে এক শোচনীয় পরিণতির দিকে ঠেলে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার। শনিবার নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বন্দী হওয়ার অনেক আগে থেকেই খালেদা জিয়া নানা রোগব্যাধিতে আক্রান্ত ছিলেন। গুরুতর অসুস্থতার কারণে এখন স্বাভাবিক খাওয়া-দাওয়া করতে পারছেন না। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ব্যারিস্টার জমিরউদ্দিন বলেন, গভীর উদ্বেগের বিষয় এই যে, খালেদা জিয়ার কোন সাজাই চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়নি। এমতাবস্থায় জামিন না দিয়ে তাঁকে কারাগারে রাখা সংবিধান ও মানবাধিকার পরিপন্থী। আমরা অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি চাই। আপোসহীন আন্দোলন ছাড়া খালেদাকে মুক্ত করা যাবে না- গয়েশ্বর ॥ আপোসহীন আন্দোলন ছাড়া বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহিলা দল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। খালেদার মুক্তির দাবিতে ছাত্রদলের মিছিল ॥ কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে মিছিল করেছে ছাত্রদল। শনিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে বিজয়নগর নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে মিছিল শেষ হয়।
×