ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সহায়তা কামনা

প্রকাশিত: ০৯:১৮, ১৯ মে ২০১৯

 প্রধানমন্ত্রীর সহায়তা কামনা

বিডিনিউজ ॥ হৃদরোগে আক্রান্ত একুশে পদকপ্রাপ্ত বরেণ্য নজরুল সঙ্গীতশিল্পী ও নজরুল গবেষক খালিদ হোসেনের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কাছে সহায়তা চেয়েছে তার পরিবার। গত ৪ মে থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তিনি ভর্তি আছেন। দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ৮৪ বছর বয়সী এ শিল্পী সম্প্রতি কিডনি ও ফুসফুসের জটিলতায় ভুগছেন। ডাক্তার জুলফিকার আলী ও আব্দুল মোমেনের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তার। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন। দীর্ঘদিন ধরে চিকিৎসা ব্যয় মেটাতে আর্থিকভাবে সঙ্কটে থাকা শিল্পীর পরিবারের তরফ থেকে প্রধানমন্ত্রীর সহায়তা আশা করছেন তার ছেলে। প্রতি মাসে ওষুধ কিনতে হয় ৪০ হাজার টাকার মতো। গত দুই বছরে প্রতি মাসে ১ লাখের মতো টাকা খরচ হয়েছে আমাদের। মাননীয় প্রধানমন্ত্রী এর আগেও আমাদের আর্থিকভাবে সহায়তা করেছেন। এবারও চাচ্ছি। উনার প্রতি কৃতজ্ঞ থাকব।
×