ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় জমে উঠেছে ‘তালা’ রাজনীতি ॥ বিএনপি অফিস এই বন্ধ, এই খোলা

প্রকাশিত: ০৯:১৫, ১৯ মে ২০১৯

 বগুড়ায় জমে উঠেছে ‘তালা’  রাজনীতি ॥ বিএনপি অফিস  এই বন্ধ, এই খোলা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়া জেলা বিএনপি অফিস দিনভর এক পক্ষের। সন্ধ্যায় আরেক পক্ষের। দলীয় রাজনীতি ‘তালা’ রাজনীতিতে পরিণত। মূল ফটকে প্রথমে একটি, পরে দুইটি শুক্রবার রাতে এক সঙ্গে ছয়টি তালা শিকল দিয়ে ঝুলিয়ে দেয়া হয়েছে। তালায় সুপারগ্লু (বিশেষ এক ধরনের আঠা) এঁটে দেয়া হয়েছে। যাতে চাবি দিয়ে কেউ না খুলতে পারে। শনিবার তালাবদ্ধ থাকে জেলা বিএনপি অফিস। এর আগে অবশ্য অপর পক্ষ এই তালা ভেঙ্গেই ভেতরে প্রবেশ করে। বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হওয়ার আগেই বিভাজন হয়ে যায়। কেন্দ্র থেকে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। তার আগেই বিএনপি খ-িত হয়ে দুটি পক্ষ দুইটি আহ্বায়ক কমিটি গঠন করে। এখানেও সকাল ও সন্ধ্যা এবং তালাবদ্ধ তালা খোলা রাজনীতি। গত ২৯ এপ্রিল সকালে বিলুপ্ত কমিটির সভাপতি সাইফুল ইসলাম নিজে আহ্বায়ক হয়ে একটি কমিটি গঠন করে সামাজিক মাধ্যমে প্রচার করে। একই দিন সন্ধ্যায় জেলা বিএনপির ত্যাগী ও প্রবীণ নেতাদের অংশ আরেকটি আহ্বায়ক কমিটি করে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠায়। গেল ১৫ মে লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়। যেখানে সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজকে আহ্বায়ক, এ্যাডভোকেট এ কে এম সাইফুল ইসলাম ও ফজলুল বারী তালুকদারকে যুগ্ম-আহ্বায়ক করে ৩১ সদস্যের কমিটি গঠিত হয়। এরপরই নগরীর নবাববাড়ি রোডের ধারে অবস্থিত জেলা অফিসে ফের একটি তালা ঝুলানো হয়। সাইফুল অনুসারী ৩০-৩৫ জন অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন ও গোলাম মোহাম্মদ সিরাজের কুশপুতুল দাহ করে। এরপর তালা বন্ধ থাকে। অনুমোদনপ্রাপ্ত আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ শুক্রবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে কমিটির সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার আমন্ত্রণ জানান। তারপর বিএনপি অফিসে আরও একটি তালা ঝুলিয়ে দেয়া হয়। বিকেলে গোলাম মোহাম্মদ সিরাজ আহ্বায়ক কমিটির সকল সদস্যসহ প্রায় দুই হাজার নেতা কর্মী নিয়ে অফিসে যান। তালা ভেঙ্গে প্রবেশ করেন। কমিটির সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। অফিসের সামনে সমাবেশ করেন। বলেন, তারেক রহমানের নির্দেশেই কমিটি গঠিত হয়েছে। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এক পর্যায়ে তাকে প্রশ্ন করা হয় আসন্ন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হবেন কি না। জানান, দল মনোনয়ন দিলে উপ-নির্বাচনে তার আপত্তি নেই। অনেকইে ধারণা করেন হয়ত তিনি বিএনপির প্রার্থী হচ্ছেন। বেশ ভালভাবেই মতবিনিময় ও সমাবেশ শেষ হওয়ার আধা ঘণ্টা পরই ৩০-৩৫ জন কর্মী বিএনপি অফিসের মূল ফটকের সামনে বিক্ষোভ করে ৬টি তালা শিকল দিয়ে আটকে গোলাম মোহাম্মদ সিরাজের কুশপুতুল দাহ করে চলে যায়। শনিবার এভাবেই তালাবদ্ধ থাকে জেলা বিএনপি অফিস। বগুড়ার মানুষের মধ্যে বিএনপির এ ধরনের কর্মকান্ডে নানা প্রশ্ন জন্ম দিয়েছে। আহ্বায়ক কমিটির বিরুদ্ধে অবস্থান নেয়ায় ইতোমধ্যে বগুড়া জেলা বিএনপির ১৪ জন নেতাকর্মীর পদবি ও সদস্যপদ স্থগিত করা হয়েছে।
×