ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বেচ্ছাশ্রমে ধান কাটল ছাত্ররা

প্রকাশিত: ০৯:০৯, ১৯ মে ২০১৯

  স্বেচ্ছাশ্রমে ধান কাটল ছাত্ররা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পবা উপজেলার বিলনেপাল পাড়ায় বিপদগ্রস্ত এক বর্গাচাষীর জমির ধান স্বেচ্ছাশ্রমে কেটে দিলেন শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকে ছাত্র ফেডারেশন রাজশাহী মহানগর, বিশ্ববিদ্যালয় এবং পবা উপজেলা শাখার উদ্যোগে এ ধান কেটে দেয়া হয়। দুর্গম গ্রাম বিলনেপাল পাড়া। স্ত্রী আর দুই সন্তান নিয়ে কামরুজ্জামানের পরিবার। বিঘা প্রতি ৬ হাজার টাকা বর্গা নিয়ে ধান ফলাতে হয় প্রতি বছরই। সর্বস্বান্ত হয়ে ধান চাষ করার পর অর্থাভাবে ধান কাটা ও ছট বাঁধার শ্রমিক নিয়োগ দিতে পারেননি। ধান বিনিময় করতে চাইলেও ধানের দাম কম হওয়ায় কেউ রাজি হয়নি। খোঁজ পেয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী মহানগর, বিশ্ববিদ্যালয় এবং পবা উপজেলার নেতা কর্মীরা চলে যায় স্বেচ্ছাশ্রম দিতে।
×