ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে বৈশাখী পূর্ণিমা উদ্যাপনে মঙ্গল শোভাযাত্রা

প্রকাশিত: ০৯:০৭, ১৯ মে ২০১৯

 খাগড়াছড়িতে বৈশাখী পূর্ণিমা উদ্যাপনে  মঙ্গল শোভাযাত্রা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ বিপুল উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে এবং হিংসা-বিদ্বেষ-বিভেদ পরিহার করে মানুষে মানুষে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ঘোষণার মধ্য দিয়ে খাগড়াছড়িতে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ বৈশাখী পূর্ণিমা দিনব্যাপী ব্যাপক অনুষ্ঠানমালার মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে অর্ধ সহস্রাধিক বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ ধর্মপ্রাণ নর-নারীরা শহরে বের করে এক মঙ্গল শোভাযাত্রা। এদিকে বুদ্ধপূর্ণিমাকে কেন্দ্র করে বিহারগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা শহরের বৌদ্ধ বিহারগুলোতে তল্লাশি করে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। বুদ্ধপূর্ণিমার সকল আয়োজন নিবিঘ্ন করতে প্রায় জেলা শহরে ৪ শতাধিক অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া জেলার শতাধিক বিহারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে পুণ্যার্থীরা। বৈশাখী পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ি জেলার ৯ উপজেলার শতাধিক বৌদ্ধ বিহারে আয়োজিত অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে সকালে বিভিন্ন বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন, পঞ্চশীল প্রার্থনা, অষ্ঠশীল প্রার্থনা, বৌদ্ধ পূজা, পিন্ডদান, বাংলাদেশের সুখ সমৃদ্ধি কামনা করে প্রার্থনা, আলোচনা সভা, দুপুরে ভাবনা ও সুত্রপাঠ, প্রীতি বিনিময় ও সন্ধ্যায় অনুষ্ঠিত হবে প্রদীপ পূজা ও উড়ানো হবে ফানুস বাতি। চট্টগ্রামে শান্তি শোভাযাত্রা স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, বুদ্ধপূর্ণিমা উপলক্ষে শনিবার চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে শান্তি শোভাযাত্রা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন বৌদ্ধ পেশাজীবী উদ্যাপন পরিষদের উদ্যোগে এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। এর আগে বেলুন উড়িয়ে মেয়র এ শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রা শেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে মেয়র বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে রয়েছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সম অধিকার। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সম্প্রীতির ভিত রচনা করেন। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন চসিক বৌদ্ধ পেশাজীবী উদ্যাপন পরিষদের সভাপতি ডাঃ প্রীতি বড়ুয়া, পরিষদের সাধারণ সম্পাদক নির্বাহী প্রকৌশলী জয়সেন বড়ুয়া, নির্বাহী প্রকৌশলী অসীম বড়ুয়া, সুমেধ তাপস বড়ুয়া, বোধিমিত্র থেরো প্রমুখ।
×