ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ ॥ আহত ১২

প্রকাশিত: ০৯:০৬, ১৯ মে ২০১৯

 সাতক্ষীরায় ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ ॥  আহত ১২

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সাতক্ষীরার কলারোয়ায় ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। সংঘর্ষে দায়ের কোপে সাবেক ছাত্রলীগ নেতা জিএম তুষারের ডান হাতের চারটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়েছে। গুরুতর আহত জিএম তুষারকে (২৯) উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষে তুষার (২৯), শহিদুল ইসলাম (৪৮), মন্টু (২৩), শেখ পলাশ (২৬), সিজানসহ (১৮) আরও সাতজন নেতাকর্মী আহত হয়েছে। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান নাইস জানান, একটি জমি ক্রয়-বিক্রয় নিয়ে বিরোধ চলে আসছিল উপজেলার পাটলিয়া গ্রামের মুনসুর আলী গাজীর ছেলে সাবেক ছাত্রলীগ নেতা জিএম তুষারের সঙ্গে। এই নিয়ে বেলা ১টার দিকে কলারোয়া পৌরবাজারের ইসলামী ব্যাংকের সামনে ছাত্রলীগ নেতা তুষার ও উপজেলা ছাত্রলীগ নেতাদের সঙ্গে কথা কাটিকাটি ও মারপিট হয়। এতে উভয় পক্ষের মধ্যে ২ থেকে ৩ জন সামান্য আহত হয়। পরে ছাত্রলীগ নেতা তুষার বিষয়টি নিয়ে থানা পুলিশকে অবগতি করে কলারোয়া হাসপাতালে ভর্তি হলে প্রতিপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে উপজেলা ছাত্রলীগের কিছু নেতাকর্মী বেলা দেড়টার দিকে হাসপাতালে উপস্থিত হলে হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা তুষারের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের ফের তর্ক শুরু হয়। এ সময় একজন তুষারের মাথায় দা দিয়ে কোপ দিতে গেলে সে হাত দিয়ে ঠেকাতে গেলে তার ডান হাতের চারটি আঙ্গুল কেটে পড়ে যায়।
×