ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হরিণের মাথা-চামড়াসহ ৫ মণ মাংস উদ্ধার

প্রকাশিত: ০৯:০৪, ১৯ মে ২০১৯

 হরিণের মাথা-চামড়াসহ  ৫ মণ মাংস  উদ্ধার

সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ১৮ মে ॥ সুন্দরবনের নিকটবর্তী বলেশ্বর নদীর পূর্ব দিকে বরগুনার পাথরঘাটার বনফুল আবাসন সংলগ্ন একটি ছোট খাল থেকে দুটি মাথা ও দুটি চামড়াসহ ৫ মণ হরিণের মাংস জব্দ করা হয়েছে। এ সময় হরিণ ধরার ফাঁদসহ একটি ছোট ট্রলার আটক করা হলেও এ ঘটনার সঙ্গে জড়িত কোন শিকারিকে আটক করতে পারেনি পুলিশ। শনিবার ভোরে বনবিভাগের চরলাঠিমারা বিটের কর্মকর্তা বদিউজ্জামান খান সোহাগের নেতৃত্বে এগুলো জব্দ করা হয়। জব্দকৃত ট্রলারটি মাঝি মোঃ ইলিয়াসের বাবা আব্দুর রহমান সিকদারের। স্থানীয় সূত্র জানান, বঙ্গোপসাগর তীরবর্তী চরলাঠিমারা বনফুল আবাসনসংলগ্ন একটি ছোট খালে হরিণের মাংস নিয়ে অবস্থান করছিল, রাত সাড়ে ৩টার দিকে এলাকাবাসী টের পেয়ে ট্রলারের কাছে গেলে ট্রলারে থাকা লোকজন পালিয়ে যায়। পরে বনবিভাগের লোকজনকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মাংস ও ট্রলার জব্দ করেলে তাৎক্ষণিক পাথরঘাটা থানা পুলিশকে জানালে পুলিশ ও কোস্টগার্ড ঘটনাস্থলে হাজির হয়। তাদের উপস্থিতিতে দুটি চামড়া, দুটি মাথা, ৫ মণ হরিণের মাংসসহ ৩০টি রান পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ৮টি জীবিত হরিণ জবাই করা হয়েছিল। বিট কর্মকর্তা মোঃ বদিউজ্জামান খান সোহাগ জানান, মাঝি মোঃ ইলিয়াসের বাবা আব্দুর রহমান সিকদার এলাকায় হরিণ পাচারকারী হিসেবে চিহ্নিত। ওই ট্রলারটি আব্দুর রহমান সিকদারের বলে এলাকাবাসী নিশ্চিত করেছেন। বিট কর্মকর্তা আরও বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে উদ্ধার হওয়া মাংস মাটি চাপা দেয়া হবে। এ বিষয়ে পাথরঘাটা থানা পুলিশ উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন, মাঝি মোঃ ইলিয়াসের বাবা আব্দুর রহমান সিকদারের বিরুদ্ধে স্থানীয় জেলেদের হয়রানিসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। বনবিভাগ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×