ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় গৃহবধূ খুন

প্রকাশিত: ০৯:০৩, ১৯ মে ২০১৯

 নেত্রকোনায় গৃহবধূ খুন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৮ মে ॥ পরকীয়ার প্রতিবাদ করায় বখাটের ছুরিকাঘাতে এক অন্তঃসত্ত্বা খুন হয়েছে। শনিবার ভোরে জেলা শহরের সাতপাই রেল কলোনি এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত নারীর নাম শাহিনূর আক্তার (২৫)। তিনি ওই এলাকার জনৈক আব্দুস সালামের স্ত্রী। এ ঘটনায় পুলিশ চার নারীসহ আটজনকে আটক করেছে। জানা গেছে, রেল কলোনি এলাকার ইদ্রিস মিয়ার বখাটে ছেলে সোহেল মিয়ার সঙ্গে একই এলাকার এক বিবাহিত নারীর পরকীয়ার সম্পর্ক চলছিল। প্রতিবেশী আব্দুস সালামের স্ত্রী শাহিনূর আক্তার সম্প্রতি ওই দু’জনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পেয়ে প্রতিবাদ করেন। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় সোহেল ও তার লোকজনের সঙ্গে শাহিনূরের কথা কাটাকাটি হয়। পরে স্থানীয়রা তাদের থামিয়ে দেন। এর জের ধরে শনিবার ভোরে শাহিনূর আক্তার সেহরি রান্নার জন্য টিওবয়েলের পানি আনতে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সোহেল মিয়া তার পেটে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, শাহিনূর তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এদিকে ঘাতক সোহেল মিয়া ঘটনার পরপরই গা ঢাকা দিয়েছে। . সাতক্ষীরায় স্বামী স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, ঘুমন্ত স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত ৩টার দিকে তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের হাজরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের স্ত্রী ফিরোজা বেগমকে আটক করেছে। নিহতের নাম নজির উদ্দীন মোড়ল (৫৬)। তিনি তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের হাজরাপাড়া গ্রামের সুরমানতুল্লাহর ছেলে। খলিশখালী ইউপি চেয়ারম্যান মোজাফফর রহমান জানান, নিহত নজির উদ্দীন মোড়লের স্ত্রী ফিরোজা বেগম একজন মানসিক ভারসাম্যহীন মহিলা। শুক্রবার রাত ৩টার দিকে তিনি তার তার স্বামীকে ঘুমন্ত অবস্থায় বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পাটকেলঘাটা থানার পুলিশ তার লাশ উদ্ধার করে। . কুষ্টিয়ায় যুবক নিজস্ব সংবাদদাতা কুষ্টিয়া থেকে জানান, এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মিজানুর রহমান (২৪)। শনিবার সকালে মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের চিথলিয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মিজানুর গাইবান্ধা জেলার খামার বোয়ালী গ্রামের মসলেম উদ্দিনের ছেলে। সে পোড়াদহ এলাকায় সৌর বিদ্যুতের কাজ করত। পুলিশ জানায়, মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামে মিজানুর রহমান নামের ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তবে এ হত্যাকন্ডে জড়িত কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
×