ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাতিল হলো ‘বনলতায়’ বাধ্যতামূলক খাবার

প্রকাশিত: ০৯:০২, ১৯ মে ২০১৯

 বাতিল হলো  ‘বনলতায়’ বাধ্যতামূলক  খাবার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটের একমাত্র বিরতিহীন আন্তঃনগর ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের যাত্রীদের জন্য বাধ্যতামূলক খাবার বাতিল করা হয়েছে। শনিবার থেকে এই সিদ্ধান্তটি কার্যকর হয়েছে। তবে ট্রেনটিতে খাবারের দুটি বগি থাকছে। যাত্রীরা চাইলে খাবার কিনে খাবেন। পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা এএমএম শাহ নেওয়াজ জানিয়েছেন, বনলতার বাধ্যতামূলক খাবার বাতিলের পর শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৭৫ টাকা এবং স্নিগ্ধা (এসি চেয়ার) ৭২৫ টাকা। তবে ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধনের পর বাধ্যতামূলক ১৫০ টাকার খাবারসহ টিকিটের দাম নেয়া হচ্ছিল শোভন ৫২৫ টাকা এবং স্নিগ্ধা ৮৭৫ টাকা। বনলতা এক্সপ্রেসে বাধ্যতামূলক খাবার নিয়ে ট্রেনটি উদ্বোধনের পর থেকেই যাত্রীসহ সব শ্রেণীর মানুষের মধ্যেই সমালোচনার ঝড় ওঠে। টিকেটের সঙ্গে খাবারের জন্য অতিরিক্ত ১৫০ টাকা নেয়ায় সমালোচনা শুরু হওয়ায় রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বিষয়টি পুনর্বিবেচনার জন্য রেল মন্ত্রণালয়কে অনুরোধ করেন।
×