ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে ভার্সিটি ছাত্রী হত্যার প্রতিবাদ

প্রকাশিত: ০৯:০২, ১৯ মে ২০১৯

 জয়পুরহাটে ভার্সিটি ছাত্রী হত্যার  প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ১৮ মে ॥ ঢাকায় একটি বেসরকারী বিশ^বিদ্যালয়ের ছাত্রী কালাই উপজেলার পুনট গ্রামের মেয়ে নওশিন আক্তার সাবা। সেখানে স্বামীর হাতে নিহত সন্দেহে মামলা হলেও এখনও আইনী সহায়তা না পাওয়ায় শনিবার দুপুরে জয়পুরহাট শহরের জিরো পয়েন্টে মানববন্ধন করেছে বাংলাদেশ নারী মুক্তি সংসদ নামে একটি সংগঠন। মানববন্ধনে নারী মুক্তি সংসদের সর্বস্তরের সদস্য, নিহত নওশিন আক্তার সাবা’র স্বজন ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, ওই নারী সংগঠনের সভাপতি সেলিমা দিল আফরোজ, সাধারণ সম্পাদক ফরিদা চৌধুরী, সাবা’র বাবা অধ্যাপক মাহমুদুল হাসান, বোন উম্মে খাতুন প্রমুখ। বক্তারা জানান, একটি বেসরকারী বিশ^বিদ্যালয়ে অধ্যয়নরত সাবার স্বামী সফট্ওয়্যার ইঞ্জিনিয়ার সেলিম আহম্মেদের সঙ্গে ঢাকার মধ্যবাড্ডায় বসবাস করতেন। সেখানে গত ১২ মে স্বামীর নির্যাতনে সাবা নিহত হয় বলে পরিবারের অভিযোগ। সাবা আত্মহত্যা করেছে প্রচার করাসহ সাবার মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেখে পালিয়ে যায় স্বামী।
×