ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চার মাংস বিক্রেতার অর্থদন্ড

প্রকাশিত: ০৯:০০, ১৯ মে ২০১৯

 চার মাংস বিক্রেতার অর্থদন্ড

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৮ মে ॥ অপরিচ্ছন্ন পরিবেশ, জবাই করা পশুর ডাক্তারী সনদ না থাকা, মাংসে রক্ত থাকাসহ বিভিন্ন অপরাধে চার মাংস বিক্রেতাকে পাঁচ হাজার টাকা করে অর্থদন্ড দেয়া হয়েছে। প্রাণিসম্পদ বিভাগ কলাপাড়ার উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অনুপ দাশের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দন্ড দিয়েছেন। কলাপাড়া পৌর শহরের লঞ্চঘাট সংলগ্ন মাংস বাজারে শনিবার সকাল আনুমানিক সাড়ে নয়টায় এ অভিযান পরিচালিত হয় বলে প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান জানান। দন্ডপ্রাপ্তরা হলেন কালাম কসাই, বাবুল কসাই, নাইম কসাই ও জি এম রাসেল।
×