ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কিলার চরিত্রে জয়া!

প্রকাশিত: ০৮:৪৭, ১৯ মে ২০১৯

 কিলার চরিত্রে জয়া!

সংস্কৃতি ডেস্ক ॥ সম্প্রতি ভারতে মুক্তি পেয়েছে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান অভিনীত চলচ্চিত্র ‘কণ্ঠ’। এটা নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। এটি পর্দায় তোলার ঠিক এক সপ্তাহের মাথায় ঢাকার এই অভিনেত্রী জানালেন নতুন খবর। এবারই প্রথম কোন ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন দুই বাংলার অন্যতম এই অভিনেত্রী। তাও আবার এটি নির্মিত হচ্ছে বাংলার পাশাপাশি হিন্দি ভাষাতেও। এখানে জয়া অভিনয় করছেন ভারতের প্রথম নারী সিরিয়াল কিলারের চরিত্রে। অরিন্দম শীলের নির্মিতব্য বিগ বাজেটের এই সিরিজের নাম ‘ত্রৈলোক্য’। যার নাম ভূমিকায় থাকছেন জয়া আহসান। জয়া বললেন, ভারতে আমার প্রথম চলচ্চিত্র ‘আবর্ত’ নির্মাণ করেছিলেন অরিন্দম শীল। নির্মাতা হিসেবে এটি তার প্রথম ছবি ছিল। এবার তার প্রথম ওয়েব সিরিজে থাকছি আমি। আবার এটাই আমার প্রথম ওয়েব সিরিজ! সত্যি বলতে, বিষয়গুলো ঘটার আগে এভাবে ভাবিনি আমরা। এখন মিলিয়ে দেখছি একে একে দুই হয়ে গেল। তবে এই কাজটির জন্য চূড়ান্ত হয়ে আমি অনেক সম্মানিত বোধ করছি। চরিত্রটি অনেক চ্যালেঞ্জের। পরিচালক অরিন্দম শীল ভারতীয় একাধিক মিডিয়ায় জানান, প্রিয়নাথ মুখোপাধ্যায়ের ‘দারোগার দপ্তর’ বইয়ে প্রথম ত্রৈলোক্য তারিণীর রেফারেন্স পান তিনি। তারপর তাকে নিয়ে জানার আগ্রহ বাড়ে। ১৮০০ শতকের মাঝামাঝি এই মহিলা সিরিয়াল কিলারের বর্ণময় এবং রহস্যময় জীবন বিস্ময়কর। দীর্ঘদিন ধরে তাকে নিয়ে গবেষণা হয়েছে। বলা হয়ে থাকে, ত্রৈলোক্য ভারতের প্রথম নারী সিরিয়াল কিলার। তার সামাজিক অবস্থান, হত্যালীলা, আত্মগোপন এবং কলকাতা থেকে বেনারস পর্যন্ত যে যাত্রা, সবই থাকবে এই সিরিজে। ত্রৈলোক্য তারিণীকে নিয়ে গবেষণার কাজটি করেছেন শর্বরী ঘোষাল ও পদ্মনাভ দাশগুপ্ত। এই ওয়েব সিরিজের চিত্রনাট্য তারাই লিখেছেন। সিরিজের কাহিনী দুটি সিজনের জন্য সাজানো হয়েছে। এখানে ত্রৈলোক্য চরিত্রে জয়া আহসান ছাড়াও গোয়েন্দা প্রিয়নাথের চরিত্রে টোটা রায় চৌধুরী আর জয়ার বিপরীতে কালী বাবুর চরিত্রের জন্য বলিউডের একজন অভিনেতাকে ভাবা হচ্ছে। পুরো সিরিজের আবহসঙ্গীত তৈরি করবেন বিক্রম ঘোষ। ওয়েব সিরিজটির শূটিং শুরু হবে দুর্গাপূজার পর। ‘ত্রৈলোক্য’ চরিত্রের জন্য জয়া আহসানকে নেয়া প্রসঙ্গে অরিন্দম শীল বলেন, আমার প্রথম চলচ্চিত্র ‘আবর্ত’। সেই চলচ্চিত্রের মাধ্যমে জয়া প্রথম ভারতে কাজ শুরু করে। তার মানে আমাদের দু’জনেরই সিনেমার যাত্রা একই সঙ্গে শুরু। ‘ত্রৈলোক্য’র জন্য ছয় মাসেরও বেশি সময় গবেষণা করেছি। এই চরিত্রের জন্য একজন অসম্ভব শক্তিশালী অভিনেত্রীর দরকার ছিল। চরিত্রটার মধ্যে চার-পাঁচটা স্তর আছে। তাই জয়া ছাড়া আমাদের আর কারও নাম মাথায় আসেনি। ‘ত্রৈলোক্য’ দেখা যাবে জি ফাইভ ওয়েব প্ল্যাটফর্মে। প্রযোজনা করছে জ্যোতি প্রোডাকশন। সিরিজটি প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমে পরিচালক অরিন্দম শীল আরও বলেন, ভারতীয় অনলাইন প্ল্যাটফর্মে কোন শো বা সিরিজ এতটা রিসার্চ করে হয়নি। যেমনটা আমরা করেছি। যেহেতু সত্যি ঘটনা অবলম্বনে এই সিরিজ, তাই সময়কালও একই রাখা হচ্ছে। পিরিয়ড লুক নিয়ে আমরা অনেক রিসার্চ করছি। ওই সময়ের পালকি, জুড়িগাড়ি সবকিছু তৈরি করা হচ্ছে।
×