ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লিটু করিমের ওয়েব সিরিজ ‘পাগলা প্রেমিক’

প্রকাশিত: ০৮:৪৭, ১৯ মে ২০১৯

  লিটু করিমের ওয়েব সিরিজ ‘পাগলা প্রেমিক’

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের প্রতিভাবান নির্মাতা ও অভিনেতা লিটু করিম। সম্প্রতি ‘পাগলা প্রেমিক’ নামে একটি ওয়েব সিরিজ নির্মাণ করেছেন তিনি। ওয়েব সিরিজটি প্রযোজনা করছেন বিশিষ্ট প্রযোজক কিবরিয়া ফিল্মসের কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু। লিটু করিম রচিত ও নির্মিত ওয়েব সিরিজের চিত্রধারণ করেছেন আদনান কাব্য। সম্পাদনা করেছেন আল আমীন বিপ্লব। ‘পাগলা প্রেমিক’ ওয়েব সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান, লিটু করিম, আহমেদ সাজু, নুসরাত লিয়া, তমা ইসলাম, মাধুরিনা, সফিউল আযম শফিক, ইমরান, মোরশেদুল অপু ও অপূর্ব শামীম। ‘পাগলা প্রেমিক’ ওয়েব সিরিজের গল্পে দেখা যাবে বদরুল ও কুসুম ভাল বন্ধু। কেউ কাউকে না দেখে থাকতে পারে না। দুজনের বন্ধুত্ব পবিত্র। গল্পের টানাপোড়নে কুসুমের বিয়ে হয়ে যায় একই গ্রামের ভ্যানচালক হারেজ আলীর সঙ্গে। হারেজ আলীর বাড়িতে নিয়মিত যাতায়াত করে বদরুল। হারেজ এটা পছন্দ করে না। সে সন্দেহ করে কুসুমকে। বদরুলকে নিষেধ করে তার বাড়ি যেতে। তারপরও থেমে থাকে না যাতায়াত। এক সময় হারেজ তালাক দেয় কুসুমকে। শুরু হয় জটিলতা। এভাবেই এগিয়ে যায় ওয়েব সিরিজের গল্প। ওয়েব সিরিজটি প্রসঙ্গে প্রযোজক কিবরিয়া ফিল্মসের কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু বলেন দীর্ঘদিন ধরে একটি ওয়েব সিরিজ করবার স্বপ্ন আমার ভেতরে ছিল। গল্প ও পরিচালক খুঁজ ছিলাম। পেয়ে গেলাম লিটু করিমকে। গল্প শোনানোর পর ভাল লাগল। তাই কাজটা তাকে দিয়েই করানোর সিদ্ধান্ত নিলাম এবং করেও ফেললাম। আশা করছি গল্প নির্ভর এই হাসির নাটকটি দর্শকদের ভাল লাগবে। নির্মাতা লিটু করিম বলেন এর আগেও আমি ওয়েব নাটক নির্মাণ করেছি কিন্তু এ নাটকটি নির্মাণ করতে গিয়ে একটু ধরে ধরে কাজ করতে হয়েছে কারণ কিবরিয়া ফিল্মসের কর্ণধার আমার উপড় অনেকটাই আস্থা রেখেছিলেন। আশা করছি নাটকটি দেখে দর্শকও নিরাশ হবেন না। অভিনেতা আ খ ম হাসান বলেন গল্পটি শুনে প্রথমেই আমার ভাল লেগে যায়। সিডিউল জটিলতা থাকলেও সেটা ম্যানেজ করে এ নাটকে কাজ করেছি একমাত্র গল্পের কারণে। আমাদের ভেতরে সব সময়ই ভাল গল্পে কাজ করার একটা ক্ষুধা। এ নাটকে কাজ করে সেটা কিছুটা হলেও মিটেছে এবং ভাল লেগেছে পুরো টিমকে। অভিনেতা আহমেদ সাজু বলেন, লিটু করিমের হাত ধরেই আমি মিডিয়াতে আসি। তার সব কাজেই তিনি আমাকে রাখবার চেষ্টা করেন। তবে এ কাজটা ছিল আমার জন্য একটু চ্যালেঞ্জের। অনেক গুণী অভিনেতার মুখোমুখি হতে হয়েছে আমাকে। আমি নাটকটির বিষয়ে আশাবাদী।
×