ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২০ পাউন্ড ওজনের টিকটিকি

প্রকাশিত: ০৮:৩৮, ১৯ মে ২০১৯

 ২০ পাউন্ড ওজনের টিকটিকি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাঁচ ফুট দৈর্ঘ্যরে একটি টিকটিকি পাওয়া গেছে। দেখে মনে হচ্ছে টিকটিকিটি যুক্তরাষ্ট্রের পরিবেশে বড় হওয়া প্রজাতির নয়। কারণ দেশটিতে এতবড় টিকটিকি হওয়ার কথা নয়। শুক্রবার ফ্লোরিডার ফিশ এ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন কমিশন জানায়, এটির ওজন ২০ পাউন্ড। আর দৈর্ঘ্য পাঁচ ফিট দুই ইঞ্চি। এটি পানিতে ক্ষিপ্র গতিতে সাঁতরাতে পারে এবং স্থলভাগে দ্রুত হাঁটতে পারে। ফ্লোরিডার ডেভি অঞ্চলের এক বাড়ির জানালার পাশে এটি পাওয়া যায়। -ইউপিআই
×