ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রয়েল টিউলিপের আইপিওতে ৪৯ গুণ আবেদন

প্রকাশিত: ০৮:৩৪, ১৯ মে ২০১৯

 রয়েল টিউলিপের আইপিওতে ৪৯ গুণ আবেদন

পাঁচ তারকা হোটেল রয়েল টিউলিপের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ৭৪৫ কোটি টাকার আবেদন জমা পড়েছে। ১৫ কোটি টাকার আইপিও’র বিপরীতে যা ৪৯.৬৬ গুণ বেশি। কোম্পানির আইপিওতে জেনারেল কোটায় ৯৬ গুণ আবেদন জমা পড়েছে। কোম্পানি সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে, কোম্পানির আইপিও লটারির ড্র আগামী ২৩ মে অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর মতিঝিলে অবস্থিত এজিবি কলোনিতে আইপিও ড্র অনুষ্ঠিত হবে। এর আগে গত ২৩ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন জমা নেয়া হয়েছে। হোটেলটির সত্ত্বাধিকারী প্রতিষ্ঠান সি পার্ল বিচ রিসোর্ট এ্যান্ড স্পা লিমিটেড। জানা গেছে, সি পার্ল বিচ রিসোর্ট এ্যান্ড স্পা লিমিটেড অভিহিত মূল্য ১০ টাকা দরে দেড় কোটি শেয়ার ইস্যু করে আইপিওর মাধ্যমে উত্তোলিত ১৫ কোটি টাকা দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ করবে। -অর্থনৈতিক রিপোর্টার
×