ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জেও হচ্ছে ফুলচাষ

প্রকাশিত: ০৮:৩৩, ১৯ মে ২০১৯

 নারায়ণগঞ্জেও হচ্ছে ফুলচাষ

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রকৃতিতে যত রকমের ফুল আছে তার সবই যেন বসন্তে ফোটে। এ সময় নানা ধরনের ফুল ফোটে বলেই হয়তো ফুলের ব্যবহারটাও এ মাসে সবচেয়ে বেশি। বসন্ত উৎসব, ভালবাসা দিবস ও ২১ ফেব্রুয়ারি ছাড়াও বিভিন্ন উদ্দেশে ফুলের ব্যবহার বেশি হয় এ সময়। দিন দিন বাড়ছে ফুলের চাহিদাও। এসব চাহিদা মেটাতে দেশেও বেড়েছে ফুলের চাষ। যশোর, ঝিনাইদহ ও সাভারের মতো নারায়ণগঞ্জেও বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে নানা জাতের ফুল। নারায়ণগঞ্জের রূপগঞ্জ, ভুলতা, দেবই, বংশীনগর, ভোলাবো ও বন্দর উপজেলার সদর ইউনিয়নজুড়ে আবাদ হচ্ছে গাঁদা, গোলাপ, রজনীগন্ধা ছাড়াও বিভিন্ন জাতের ফুল। এরই মধ্যে ফুলে ফুলে ভরে উঠেছে মাঠের পর মাঠ। মৃদু বাতাসে চারদিকে ছড়িয়ে পড়ছে ফুলের সৌরভ। একই সঙ্গে ফুল চাষে বদলে গেছে অনেক মানুষের জীবিকাও। সরেজমিনে দেখা যায়, বন্দরের সদর ইউনিয়নসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে চাষ করা হয়েছে লাল ও সাদা গোলাপ, রজনীগন্ধা, ভুট্টাফুল, গাঁদা, বেলি, কামিনী, সূর্যমুখী, ডায়মন্ড, গরমফেনিয়া ও চন্দ্রমল্লিকাসহ নানাজাতের ফুল।
×