ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজস্ব আহরণে বড় ধরনের ঘাটতির আশঙ্কা

প্রকাশিত: ০৮:৩২, ১৯ মে ২০১৯

 রাজস্ব আহরণে বড় ধরনের ঘাটতির আশঙ্কা

অর্থনৈতিক রিপোর্টার ॥ একদিকে রাজস্বের বড় লক্ষ্যমাত্রা অন্যদিকে আহরণের প্রবৃদ্ধি কম। সব মিলিয়ে অর্থবছর শেষে বড় অংকের রাজস্ব ঘাটতির আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। তাদের মতে, চলতি অর্থবছরে ঘাটতি হতে পারে এখন পর্যন্ত সবচেয়ে বেশি। তাই সার্বিক কর ব্যবস্থাপনায় বড় ধরনের সংস্কার প্রয়োজন বলে মনে করছেন তারা। কর ফাঁকির প্রবণতা কমাতে হবে বলেও অভিমত অর্থনীতিবিদদের। ২০১৮-১৯ অর্থবছরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৩৯ হাজার কোটি টাকা। যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের আহরণ করার কথা প্রায় ২ লাখ ৯৬ হাজার কোটি। তবে লক্ষ্যমাত্রা ও অন্যান্য হিসাবের তুলনায় এ বছর রাজস্ব আদায়ের প্রবৃদ্ধিতে অনেকটাই ধীরগতি। বিশ্লেষকদের আশঙ্কা অর্থবছর শেষে রাজস্ব ঘাটতির পরিমাণ হবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি। গেল বারের একই সময়ের তুলনায় রাজস্ব আহরণ কিছুটা বাড়লেও জুলাই থেকে মার্চ পর্যন্ত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৫১ হাজার কোটি টাকা কম আদায় হয়েছে। রয়েছে কর ফাঁকির প্রবণতাও। আসছে বাজেটে এবারের চেয়ে আরও এক লাখ কোটি টাকা বেশি রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে যাচ্ছে সরকার।
×