ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেসরকারী বিদ্যুত উৎপাদন নীতিমালা সংশোধনের উদ্যোগ

প্রকাশিত: ০৮:২৯, ১৯ মে ২০১৯

 বেসরকারী বিদ্যুত উৎপাদন নীতিমালা সংশোধনের উদ্যোগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বেসরকারী বিদ্যুত উৎপাদন নীতিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে বিদ্যুত বিভাগ। ২৩ বছরের এই নীতিমালা সংশোধনে মাধ্যমে বিদ্যুত সঞ্চালন ও সরবরাহ ব্যবস্থায় বেসরকারী খাতের অন্তর্ভুক্ত করা, স্থানীয় কোম্পানিতে বিদ্যুত কেন্দ্রের বীমা পলিসি বাধ্যতামূলক করা হবে। এছাড়া বিভিন্ন ট্যাক্স ও ভ্যাট বিষয়ে সুনির্দিষ্ট দিক-নির্দেশনা থাকবে সংশোধিত নীতিমালায়। নীতিমালা সংশোধনের জন্য বিদ্যুত বিভাগ থেকে পাওয়ার সেলকে এরই মধ্যে দায়িত্ব দেয়া হয়েছে। বিদ্যুত বিভাগের সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তা এ তথ্য জানান। ওই কর্মকর্তা জানান, সম্প্রতি অর্থ বিভাগ থেকে বিদ্যুত বিভাগে পাঠানো এক চিঠিতে বেসরকারী খাতে বিদ্যুত উৎপাদন নীতিমালা সংশোধন এবং স্থানীয় কোম্পানিতে বীমা বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। এই চিঠি পাওয়ার পরই বিদ্যুত বিভাগ থেকে বেসরকারী খাতে বিদ্যুত উৎপাদন নীতিমালা সংশোধনের উদ্যোগ নেয়া হয় বলে ওই কর্মকর্তা জানান। বর্তমানে মোট ২০ হাজার ৭৭৫ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন ক্ষমতার ৫৫ শতাংশ বেসরকারী খাত থেকে উৎপাদিত হয়। পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন এ প্রসঙ্গে বলেন, ‘২৩ বছরের পুরনো বেসরকারী বিদ্যুত উৎপাদন নীতিমালা সংশোধনের কাজ আমরা শুরু করেছি। বর্তমানে বেসরকারী খাত থেকে সবচেয়ে বেশি বিদ্যুত আমরা পাচ্ছি। এই বেসরকারী খাতকে আরও উৎসাহিত করতে এবং বেসরকারী বিনিয়োগ বাড়াতে নীতিমালা সংশোধনের প্রয়োজন। এছাড়া বেসরকারী খাতকে শুধু উৎপাদনে নয়, সঞ্চালন ও সরবরাহ ব্যবস্থাতেও বিনিয়োগে উৎসাহিত করা হবে। এসব কারণেই বেসরকারী বিদ্যুত উৎপাদন নীতিমালা পরিবর্তন করা হচ্ছে। বিদ্যুত বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই নীতিমালা সংশোধন করা হলে ইন্স্যুরেন্স নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে আর এসআরও জারি করতে হবে না। বর্তমানে বেসরকারী খাতের বড় প্রকল্পের ক্ষেত্র ইন্স্যুরেন্স করার পর এনবিআর থেকে পৃথক এসআরও জারি করতে হয়। সম্প্রতি ভারতের রিলায়েন্স নারায়ণগঞ্জের মেঘনাঘাটে নির্মিতব্য এলএনজি ভিত্তিক ৭৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুত কেন্দ্রের জন্য ভারতের একটি বীমা কোম্পানিতে ইন্স্যুরেন্স করার অনুমতি চাইলে সরকার তাতে সায় দেয়নি। রিলায়েন্সকে বাংলাদেশের স্থানীয় কোন বীমা কোম্পানিকে ইন্স্যুরেন্স করার জন্য পরামর্শ দেয়া হয়। বর্তমানে নীতিমালা অনুযায়ী, যে কোন বিনিয়োগকারী বিদ্যুত কেন্দ্রের জন্য বিদেশী বীমা কোম্পানিতে পলিসি খুলতে পারে। জানা গেছে, নীতিমালায় বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট নির্দেশনা রাখা হবে। বিদ্যুত উৎপাদন খাত ছাড়াও সঞ্চালন ও সরবরাহ খাতে বেসরকারী বিনিয়োগের বিষয়টি নতুন করে যোগ করা হবে। এরই মধ্যে বিদ্যুত সঞ্চালন খাতে বেসরকারী বিনিয়োগ আনতে প্রাথমিকভাবে কক্সবাজারের মহেশখালী থেকে মদুনাঘাট ও চট্টগ্রামের রাউজান থেকে মীরসরাই পর্যন্ত দুটি গ্রিড লাইন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। দেশে প্রথমবারের মতো এই দুটি লাইন হবে বেসরকারী খাতে। সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে বিদ্যুত উৎপাদন একটি সন্তোষজনক পর্যায়ে এসে পৌঁছেছে। কিন্তু সঞ্চালন ও সরবরাহ ব্যবস্থার কোন উন্নতি হয়নি। তাই নীতিমালা সংশোধন করা হলে বিদ্যুতের এই দুই খাতে বেসরকারী বিনিয়োগ বাড়ানো সম্ভব হবে। আগামী তিন বছরের মধ্যে সারাদেশের বিদ্যুত সঞ্চালন ও সরবরাহ ব্যবস্থা সন্তোষজনক পর্যায়ে নেয়ার পরিকল্পনা করা হয়েছে বলে পাওয়ার সেলের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান।
×