ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে গার্ডার বসানো শুরু আজ

প্রকাশিত: ১৩:২০, ১৮ মে ২০১৯

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে গার্ডার  বসানো শুরু  আজ

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মাওয়া থেকে ফিরে ॥ পদ্মা সেতুতে ভায়াডাক্ট দৃশ্যমান হয়েছে। জাজিরা প্রান্তের ৩৮ মিটার দৈর্ঘ্যরে রেলওয়ে স্প্যান বসানোর মাধ্যমে ভায়াডাক্টে সেতু দৃশ্যমান হয়েছে। গত প্রায় ২৭ দিনের মাথায় জাজিরা প্রান্তে ভায়াডাক্টে ২১ ও ২২ নম্বর পিয়ারে জে-৩ স্প্যান বসানোর কাজ শেষ হয়। এই স্প্যানে মোট ৬ আই-গার্ডার রয়েছে। পদ্মা সেতুর প্রকল্পের দায়িত্বশীল প্রকৌশলী হুমায়ুন কবির এই খবর নিশ্চিত করে বলেছেন, গত ২০ এপ্রিল থেকে এই প্রক্রিয়া শুরু হয়। প্রকৌশলীরা জানান, মাওয়া প্রান্তে ৭ ও জাজিরা প্রান্তে ৭ করে এরকম মোট ১৪ স্প্যান বসবে। যার মধ্যে থাকবে ৮৪ আই-গার্ডার। প্রথম স্প্যানটি বসানোর জন্য একটু বেশি সময় লাগলেও পরবর্তী স্প্যানগুলো বসাতে এত সময় লাগবে না। শনিবার থেকে জাজিরা প্রান্তে ২১ ও ২২ নম্বর পিয়ারে জে-৪ স্প্যানের গার্ডার বসানোর কাজ শুরু হবে। এই স্প্যানের ওপর দিয়ে রেললাইন বসানো হবে। এই ধরনের ১৪ স্প্যানের বেশিরভাগের কাজ সমাপ্ত। এদিকে পদ্মায় পানি বাড়ছে সমানে। তাই স্রোতের গতিও বেড়ে গেছে। মূল পদ্মায় পাইল স্থাপনে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। নদীতে ৪০ খুঁটির ১৪ খুঁটি (পিয়ার) মূল পদ্মায়। মাওয়া প্রান্তের ২ থেকে ১৫ নম্বর খুঁটি পর্যন্ত মূল পদ্মা। যেখানে ব্যাপক স্রোত। পানির এই দাপাদাপি বেড়ে যাওয়ায় এই অংশে পাইলের কাজ ঈদের আগেই সম্পন্ন করার টার্গেট নেয়া হয়েছে। সেতু বিভাগের এক দায়িত্বশীল প্রকৌশলী শুক্রবার বিকেলে জনকণ্ঠকে জানান, ১০ নম্বর খুঁটির পাইল স¤পন্ন হয়েছে। বাকি এখন শুধু ১১ নম্বর। এই খুঁটির ৭ ট্যাম পাইলের ৩ বসে গেছে। আরও তিনটির বটম সেকশন হয়ে গেছে। তাই এই তিনটির টপ সেকশন এবং বাকি পাইলটি বসিয়ে দিতে হুলস্থুল কাজ চলছে।
×