ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে আতহার আলী

প্রকাশিত: ১১:৫০, ১৮ মে ২০১৯

বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে আতহার আলী

স্পোর্টস রিপোর্টার ॥ ৩০ মে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া দ্বাদশ বিশ্বকাপের জন্য ধারাভাষ্যকার প্যানেলের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তালিকায় বিখ্যাতদের সঙ্গে আছেন বাংলাদেশের আতহার আলী খানও। এর আগে ২০০৭, ২০১১ এবং ২০১৪ টি২০ বিশ্বকাপে ধারাভাষ্য কক্ষে ছিলেন সাবেক টাইগার ক্রিকেটার। সর্বশেষ ২০১৫ সালের বিশ্বকাপে ধারাভাষ্যকারের তালিকায় ছিলেন না। তবে ইংল্যান্ডেই ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধারভাষ্য দিয়েছেন আতহার। প্রসঙ্গত বিশ্বকাপের গত আসরে ধারাভাষ্য দিয়েছিলেন মোট ৮ জন। এবার সেই তালিকা বর্ধিত করে ২৪ জনে উন্নীত করেছে আইসিসি। তালিকায় আছেন গেল বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরা অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। বিশ্বকাপের মধ্য দিয়ে আইসিসি টিভিতে ধারাভাষ্যকার হিসেবে তার অভিষেক হতে যাচ্ছে। তার সঙ্গে আছেন গেল বিশ্বকাপে টানা চার ম্যাচে সেঞ্চুরি হাঁকানো কুমার সঙ্গাকারাও। থাকবেন প্রথিতযশা ধারাভাষ্যকার নাসের হুসেইন, ইয়ান বিশপ, সৌরভ গাঙ্গুলী, মেলানি জোন্স, মাইকেল আর্থারটন, এ্যালিসন মাইকেল, ব্রেন্ডন ম্যাককুলাম, গ্রায়েম স্মিথ ও ওয়াসিম আকরামরা। এই তালিকায় আরও কিছু বড় বড় নাম হলো- শন পলক, মাইকেল স্ল্যাটার, মার্ক নিকোলস, মাইকেল হোল্ডিং, ইসা গুহ, পম্মি এমবাংওয়া, সঞ্জয় মাঞ্জরেকার, হার্শা ভোগলে, সাইমন ডৌল, ইয়ান স্মিথ, রমিজ রাজা, আতাহার আলী খান ও ইয়ান ওয়ার্ড। ৪৬ দিনব্যাপী আইসিসি টিভি ৪৮টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। পাশাপাশি প্রথমবারের মতো ১০টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচও সরাসরি সম্প্রচার করবে। প্রতিটি ম্যাচে কমপক্ষে ৩২টি ক্যামেরা ব্যবহার করা হবে। আটটি থাকবে আল্ট্রা-মোশন হক-আই ক্যামেরা, ফ্রন্ট ও রিভার্স ভিউ স্টাম্প ক্যামেরা এবং স্পাইডারক্যাম। এবারই প্রথমবারের মতো বিশ্বকাপ দেখতে পাবে ৩৬০ ডিগ্রী রিপ্লে। সেই সঙ্গে ড্রোন ক্যামেরায় ইংল্যান্ড এবং ওয়েলসের ভেন্যুগুলোর চোখ ধাঁধানো দৃশ্য।
×