ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইনজুরির কবলে তারকারা

প্রকাশিত: ১১:৪৯, ১৮ মে ২০১৯

 ইনজুরির কবলে তারকারা

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মাসের শেষ সপ্তাহেই শুরু হবে ফ্রেঞ্চ ওপেন। মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুত করার জন্য ইতালিয়ান ওপেনে কোর্টে নামেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের প্রায় সব শীর্ষ সারির তারকারাই। তবে এই টুর্নামেন্টে খেলতে নেমেই ইনজুরির কবলে পড়েন বেশ কয়েকজন তারকা খেলোয়াড়। সর্বশেষ এই তালিকায় যোগ দিয়েছেন রজার ফেদেরার। ডান পায়ের ইনজুরির কারণে কোয়ার্টার ফাইনালের ম্যাচে নামার আগেই ইতালিয়ান ওপেন থেকে সরে দাঁড়ান সুইজারল্যান্ডের এই জীবন্ত কিংবদন্তি। তাতে খুব দুঃখ প্রকাশ করেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান তারকা। এ প্রসঙ্গে ম্যাচের শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আজ (শুক্রবার) কোর্টে নামতে পারছি না; এটা আমার জন্য সত্যিই খুব হতাশার। এই মুহূর্তে আমি শতভাগ ফিট নই। যে কারণে দলের সঙ্গে পরামর্শ করেই এই ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়েছি।’ বয়সে সাঁইত্রিশকেও ছাড়িয়ে গেছেন রজার ফেদেরার। রোম ওপেনের ফাইনাল খেলেছেন চারবার। তবে ২০১৬ সালের পর এবারই প্রথম ইতালিয়ান ওপেনের কোর্টে নামেন তিনি। কিন্তু এগোতে পারেননি খুব বেশিদূর। তবে আগামী বছর আবারও রোমে দেখা হবে বলে সমর্থকদের আশ্বস্ত করেছেন রজার ফেদেরার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রোম সবসময়ই আমার প্রিয় শহর। আশাকরি আগামী মৌসুমে এখানে ফিরতে পারব।’ চোটের কারণে ফেদেরার সরে দাঁড়ানোয় কপাল খুলেছে স্টেফানোস সিসিপাসের। টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেছেন তিনি। তবে শেষ চারে অগ্নিপরীক্ষা দিতে হবে তাকে। সেই ম্যাচে তার প্রতিপক্ষ হয় ফার্নান্দো ভার্দেস্কো নয় রাফায়েল নাদাল। রোম ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন নাদাল। এই টুর্নামেন্টের রেকর্ড অষ্টম শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন তিনি। তার সামনে এবার ইতালিয়ান ওপেনের নবম শিরোপা জয়ের হাতছানি। এদিকে মহিলা এককেও ইনজুরির কবলে পড়েছেন বেশ ক’জন তারকা খেলোয়াড়। এই তালিকার সর্বশেষ সংযোজন নাওমি ওসাকা। জাপানের এক নম্বর তারকাও রোম ওপেনের কোয়ার্টার ফাইনালের আগেই ইনজুরির কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করে নিয়েছেন। এ প্রসঙ্গে ওসাকাও চরম হতাশ। এ বিষয়ে তিনি বলেন, ‘আজ খুব সকালেই ঘুম থেকে উঠেছি আমি। কিন্তু নড়াচড়া করতে পারছিলাম না মোটেও। শুধু তাই নয়, র‌্যাকেট নিয়ে অনুশীলনও করতে চেয়েছিলাম কিন্তু পারিনি। বিভিন্ন দিক দিয়ে যখন আমি হাত নড়াচড়া করতে চেয়েছি তখনই হাতে ব্যথা অনুভব করেছি। এর ফলে আমি খুবই হতাশ। কেননা আজকের ম্যাচটা আমি সত্যিই খেলতে চেয়েছিলাম। তাছাড়া কিকি বার্টেন্সের বিপক্ষে খেলাটা আমার জন্য একটা পরীক্ষাও ছিল। কারণটাও খুব সুস্পষ্ট। এই মুহূর্তে টেনিস কোর্টে বেশ ভাল খেলছে সে। যে কারণেই তার বিপক্ষে আমি কেমন খেলি সেটা দেখতে চেয়েছিলাম। এ কারণে আজকের ম্যাচ না খেলতে পারায় আমি দুঃখিত।’ গত ১২ মাসে টেনিস কোর্টের সবচেয়ে আলোচিত তারকা নাওমি ওসাকা। গত বছরেই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট জিতেন তিনি। তাও আবার বিশ্ব টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকে হারিয়ে। এরপর চলতি মৌসুমের প্রথম মেজর শিরোপা অস্ট্রেলিয়ান ওপেনেও চ্যাম্পিয়ন হন তিনি। সেই সঙ্গে টানা দুই শিরোপা জয়ের রেকর্ড গড়েন ওসাকা। টানা দুই শিরোপা জিতে ইতিহাস গড়ে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও দখল করেন তিনি। এই মুহূর্তেও বিশ্বের এক নম্বর খেলোয়াড় নাওমি ওসাকা। তবে তাকে হটিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ ছিল সিমোনা হ্যালেপ এবং পেত্রা কেভিতোভার। কিন্তু দুই তারকাই ব্যর্থ হয়েছেন নিজেদের মেলে ধরতে। এদিকে কোয়ার্টার ফাইনাল থেকে ওসাকা নাম প্রত্যাহার করে নেয়ার কারণে সেমিফাইনালে উঠে গেছেন কিকি বার্টেন্স। শেষ চারে ডাচ তারকার প্রতিপক্ষ হয় জোহানা কন্টা নয় মার্কেটা ভোন্ড্রোসোভা। এই টুর্নামেন্ট থেকে ইনজুরির কারণে সরে দাঁড়ালেও শীর্ষস্থান ধরে রাখবেন ওসাকা। কেননা সিমোনা হ্যালেপও যে ইতালিয়ান ওপেনের দ্বিতীয়পর্ব থেকে বিদায় নিয়েছেন। এর আগে ইনজুরির কারণে রোম ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেন সেরেনা উইলিয়ামসও।
×