ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোমে কোয়ার্টার ফাইনালে কন্টা

প্রকাশিত: ১১:৪৭, ১৮ মে ২০১৯

  রোমে কোয়ার্টার ফাইনালে  কন্টা

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন জোহানা কন্টা। বৃহস্পতিবার টানা দুই ম্যাচ জিতে টুর্নামেন্টের শেষ আটের টিকেট কাটেন তিনি। দিনের প্রথম ম্যাচে স্লোয়ানে স্টিফেন্সকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ভেনাস উইলিয়ামসের বিপক্ষেও দাপুটে জয় তুলে নেন তিনি। আর তাতেই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন গ্রেট ব্রিটেনের এই নাম্বার ওয়ান তারকা। রাউন্ড অব ৩২-এর ম্যাচে আমেরিকান তারকা স্লোয়ানে স্টিফেন্সের মুখোমুখি হন জোহানা কন্টা। সেই ম্যাচের প্রথম সেটেই হেরে যান তিনি। তবে দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান কন্টা। শেষ পর্যন্ত ৬-৭ (৩/৭), ৬-৪ এবং ৬-১ গেমে ইউএস ওপেনের সাবেক চ্যাম্পিয়নকে হারিয়ে ইতালিয়ান ওপেনের কোয়ার্টারে জায়গা করে নেন কন্টা। একইদিনে টুর্নামেন্টের শেষ ষোলোতে ভেনাস উইলিয়ামসের বিপক্ষে কোর্টে নামেন তিনি। এই ম্যাচে অবশ্য দাপুটে জয় তুলে নিয়েছেন গ্রেট ব্রিটেনের এই প্রতিনিধি। ভেনাসের বিপক্ষে ৬-২ এবং ৬-৪ গেমের অনায়াস জয়ে টুর্নামেন্টের পরের রাউন্ডের টিকেট কাটেন জোহানা কন্টা। ইতালিয়ান ওপেনের সেমিফাইনালে উঠার ম্যাচে ব্রিটিশ তারকার প্রতিপক্ষ এখন মার্কেটা ভোন্ড্রোসোভা। শেষ ষোলোতে চেক প্রজাতন্ত্রের এই খেলোয়াড় রাশিয়ার দারিয়া কাসাতকিনাকে পরাজিত করেন। বয়স মাত্র ১৯। এই সময়েই টেনিস কোর্টে দাপট দেখাচ্ছেন ভোন্ড্রোসোভা। রাউন্ড অব ৩২-এর ম্যাচে রোমানিয়ার সিমোনা হ্যালেপকে পরাজিত করেন তিনি। তিন সেটের লড়াইয়ে দাপুটে পারফর্ম করে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক শীর্ষ তারকাকে বিদায় করেন তিনি। একইদিনের পরের ম্যাচে কাসাতকিনার মুখোমুখি হন তিনি। এই ম্যাচেও লড়াই চলে তিন সেটে। শেষ পর্যন্ত ৭-৫, ২-৬ এবং ৬-২ গেমে প্রতিপক্ষকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন ভোন্ড্রোসোভা। রাশিয়ার প্রতিভাবান খেলোয়াড় কাসাতকিনাকে হারাতে চেক তারকার সময় লাগে ২ ঘণ্টা ১৩ মিনিট।
×