ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাকে ছাড়বে পিএসজি?

প্রকাশিত: ১১:৪৭, ১৮ মে ২০১৯

 কাকে ছাড়বে পিএসজি?

স্পোর্টস রিপোর্টার ॥ নেইমারের রিয়াল মাদ্রিদ যাওয়ার গুঞ্জন নতুন নয়। বার্সিলোনায় খেলার আগে থেকেই শোনা গিয়েছিল সান্টিয়াগো বার্নাব্যুতে যেতে পারেন ব্রাজিলিয়ান সুপারস্টার। কিন্তু তা হতে দেয়নি বার্সিলোনা। স্প্যানিশ পরাশক্তিরা মেসি, বসকুয়েটসদের পাশে নিয়ে আসেন সেলেসাও তারকাকে। কিন্তু ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত কাতালান শিবিরে থাকার পর ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে পাড়ি জমিয়েছেন নেইমার। তবে ইদানীং আবারও প্যারিস ছাড়ার আলোচনা তুঙ্গে উঠেছে। ধারণা করা হচ্ছে রিয়ালেই তাঁবু গাড়তে পারেন নেইমার। সেক্ষেত্রে তিনি নাকি ছয়টি শর্ত দিয়েছেন। এখন আবার দলবদলের মৌসুম শুরু হয়েছে। এই বাজারের গরম খবর, এ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে বার্সিলোনায় আসতে পারেন বিশ্বকাপ জয়ী ফরাসী তারকা এ্যান্টোনিও গ্রিজম্যান। তবে বার্সার মতো গ্রিজম্যানকে দলে পেতে মুখিয়ে আছে পিএসজিও। কিলিয়ান এমবাপে, নেইমারের মতো একাধিক বিশ্বমানের ফরোয়ার্ড থাকার পরও প্যারিসের ক্লাবটি কোন আরেকজন ফরোয়ার্ডের পেছনে ছুটছে সেটা নিয়ে কৌতূহল আছে। শোনা যাচ্ছে নেইমার কিংবা এমবাপের যে কোন একজনকে ছেড়ে দিচ্ছে পিএসজি। জোর গুঞ্জন, সেই একজনটা নেইমার হওয়ার সম্ভাবনাই বেশি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড যেতে পারেন রিয়াল মাদ্রিদে। শুধু তাই নয়, আলোচনা এগোনোরও খবর মিলছে। মাদ্রিদে যাওয়ার শর্ত হিসেবে নেইমার নাকি জুড়ে দিয়েছেন ছয়টি দাবি। নেইমারের ছয় শর্তের প্রথমটি হলো- রিয়ালে এলে তার জার্সি নাম্বার হতে হবে ৭ অথবা ১০। বর্তমানে মারিয়ানো ডিয়াজ ও লুকা মডরিচের গায়ে শোভা পাচ্ছে এ দুই জার্সি। অর্থাৎ নেইমার এলে হয় বসে পড়তে হবে মারিয়ানো অথবা মডরিচের যে কোন একজনকে, নয়তো জার্সি পরিবর্তন করতে হবে। দ্বিতীয় শর্ত হিসেবে নেইমার জুড়ে দিয়েছেন মার্সেলোর নাম। ব্রাজিল জাতীয় দলের সতীর্থ ও বন্ধুকে ক্লাবের পাশে চান নেইমার। গত মৌসুমে বেশিরভাগ সময় ডাগআউটে কাটানোর পর ব্রাজিলিয়ান ডিফেন্ডার সিদ্ধান্ত নিয়েছেন, সামনের মৌসুমেই ছাড়বেন মাদ্রিদ। নেইমার রিয়াল সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজকে অনুরোধ করেছেন, মার্সেলোর প্রস্থানটা যেন অন্তত ঠেকানো হয়। আর রাফায়েল ভারানে মাদ্রিদ ছেড়ে গেলে পিএসজির ব্রাজিলিয়ান ডিফেন্ডার মারকুইহোসকে চান নেইমার। নেইমারকে খুশি করতে ৫০ মিলিয়নে এই ডিফেন্ডারকে আনতে কম কসুর করবেন না রিয়াল সভাপতি। পঞ্চম শর্তে নাম আছে কাসেমিরোর নাম। বিশ্বের দামী ফুটবলারের চাওয়া রিয়াল ছেড়ে কোথাও যেন না যান ব্রাজিলিয়ান মিডফিল্ডার। নেইমারের পছন্দের তালিকায় নেই মার্কো এ্যাসেনসিও’র নাম। ইডেন হ্যাজার্ড কিংবা পল পোগবা মাদ্রিদে এলে তাদের সঙ্গে খেলতে আগ্রহী ২৬ বছর বয়সী তারকা। পিএসজি তারকার সবচেয়ে বড় ইচ্ছা হলো, সাদিও মানে কিংবা এমবাপে, কাউকেই পাশে চান না তিনি। নেইমারের মতে তিনি রিয়ালে গেলে আরেকজন গতিতারকার প্রয়োজন নেই রিয়ালের।
×