ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বৃষ্টির আগে হোপ-এ্যামব্রিসের দাপট

প্রকাশিত: ১১:৪৬, ১৮ মে ২০১৯

 বৃষ্টির আগে হোপ-এ্যামব্রিসের দাপট

স্পোর্টস রিপোর্টার ॥ সপ্তমবারের মতো কোন ফাইনাল বাংলাদেশ দলের। আগের ৬ বার ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হয়নি। এবার আয়ারল্যান্ডের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলে ফাইনালে ওঠে বাংলাদেশ দল। তাই দেশের ক্রিকেটভক্তরা নিশ্চিতভাবে ধরে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জেতার ক্ষেত্রে ফেবারিট মাশরাফি বিন মর্তুজারা। তবে সিরিজে প্রথমবার টস জিতে শুক্রবার ডাবলিনের মালাহাইডে ক্যারিবীয়দের আগে ব্যাট করতে পাঠানোর পর শাই হোপ আর সুনীল এ্যামব্রিস ঝড়ো ব্যাটিং করেন। বাংলাদেশী কোন বোলার তাদের ঠেকাতে না পারলে ২০.১ ওভারে বিনা উইকেটে ১৩১ রান তোলার পর বৃষ্টি তাদের থামিয়ে দেয়। হোপ ৫৬ বলে ৬৮ ও এ্যামব্রিস ৬৫ বলে ৫৯ রানে অপরাজিত ছিলেন। ফাইনালে পিঠের ব্যথার কারণে বাংলাদেশের একাদশে অন্যতম ভরসার নাম সাকিব আল হাসান অনুপস্থিত। পরিবর্তন আরও তিনটি। আগের ম্যাচে দুর্দান্ত বোলিং করে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেট শিকার করেছিলেন পেসার আবু জায়েদ রাহী। বিশ্রাম পাওয়া মুস্তাফিজুর রহমান ফাইনালে ফিরে আসায় রাহী একাদশের বাইরে। রুবেল হোসেনও বাইরে গেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে জায়গা দিতে। সাকিব না থাকায় আবার মোহাম্মদ মিঠুন এবং টানা দুই ফিফটির জন্য সৌম্য ফিরে আসেন লিটন দাসের জায়গায়। এই কম্বিনেশন নিয়ে সিরিজে প্রথমবার টস জিতলেও ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটিংয়ে পাঠান মাশরাফি। সবগুলো ম্যাচই পরে ব্যাট করে অনায়াসে জিতেছে বাংলাদেশ, তাই এ সিদ্ধান্ত। টস জয়ের মাধ্যমে শুরুটা শুভই হয়েছিল মাশরাফির। কিন্তু বোলিংয়ে নেমে বিপাকে পড়ে বাংলাদেশ দল। ফর্মের তুঙ্গে থাকা হোপের ব্যাট বরাবরই বাংলাদেশের বিরুদ্ধে চওড়া। এবারও তিনি এ্যামব্রিসকে সঙ্গে নিয়ে শুরু থেকেই দারুণ ব্যাটিং করেন। মাশরাফি-সাইফউদ্দিন কিছুটা রানের গতি আটকেই রেখেছিলেন। কিন্তু মুস্তাফিজ আক্রমণে আসার পর তার ওপর চড়াও হন দুই ব্যাটসম্যান। বাংলাদেশের এই বোলিং স্তম্ভের ৩ ওভারেই ৩৬ রান তুলে নেন হোপ-এ্যামব্রিস। এতে করে রানের গতিও বেড়ে যায়। দু’জনকে থামাতে পারেনি বাংলাদেশের কোন বোলার। সাকিবের অভাবটা তখন বেশ ভালভাবেই অনুভূত হয়। অবশ্য মোসাদ্দেকের স্পিন কিছুটা রান কমিয়ে এনেছিল। তিনি ২ ওভারে মাত্র ৯ রান দেন। তবে এতে ক্যারিবীয়দের রান তোলার গতিতে খুব বেশি বিরূপ প্রভাব ফেলেনি। হোপ-এ্যামব্রিস উভয়ে অর্ধশতক পেয়ে যান। মুস্তাফিজকে ছক্কা হাঁকিয়ে ফিফটি করেন হোপ এবং ১৮তম ওভারে দলীয় রানও এক শ’ পেরিয়ে যায়। পরের ওভারে এ্যামব্রিস হাফ সেঞ্চুরি করেন। তবে বাংলাদেশী বোলারদের জন্য আশীর্বাদ হয়ে নামে বৃষ্টি। তীব্র ঠান্ডার সঙ্গে ছন্দহীন বৃষ্টিতে দীর্ঘক্ষণ বন্ধ থাকে খেলা। প্রায় তিন ঘণ্টা পর বৃষ্টি বন্ধ হলে খেলা শুরু করার ক্ষেত্রে আশার আলো দেখা দিয়েছিল। কিন্তু কয়েক মিনিট পরই আবার বৃষ্টি নামে। ফলে ক্যারিবীয়দের ইনিংস শেষ হওয়ার যে নির্ধারিত সময় তা পেরিয়ে যায়। ২০.১ ওভারে বিনা উইকেটে ১৩১ রান করায় তখন বৃষ্টি আইনে বাংলাদেশের টার্গেট কত সেটি নিয়েই আলোচনা। হোপ ৫৬ বলে ৬ চার, ৩ ছক্কায় ৬৮ এবং এ্যামব্রিস ৬৫ বলে ৬ চারে ৫৯ রান করেছিলেন বৃষ্টি আসার আগে। ২০০৯ সালে প্রথমবার কোন ফাইনাল খেলেছিল বাংলাদেশ দল। সেবার ঘরের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলে ফাইনালে শ্রীলঙ্কার কাছে হারে। তিন বছর পর ২০১২ সালের এশিয়া কাপে আয়োজক বাংলাদেশ ফাইনালে উঠে হেরে যায় পাকিস্তানের কাছে মাত্র ২ রানে। পরে ২০১৬ সালে টি২০ ফরমেটে হওয়া এশিয়া কাপেও নিজেদের মাঠে ফাইনাল খেলেছে বাংলাদেশ। এবার ভারতের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভঙ্গ হয়। গত বছর তিনটি ফাইনাল খেলেছে টাইগাররা। বছরের শুরুতে ঘরের মাটিতে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলা দলটি ফাইনালে হারে শ্রীলঙ্কার কাছে। এরপর শ্রীলঙ্কার মাটিতে টি২০ নিদাহাস ট্রফির ফাইনালে ভারতের কাছে এবং সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার সপ্তম সুযোগটি বৃষ্টির বাগড়ায় পড়েছে। খেলা না হলে সিরিজে দুইবারই ক্যারিবীয়দের হারিয়ে দেয়া এবং পয়েন্ট বেশি থাকায় প্রথমবারের মতো কোন আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জিতবে বাংলাদেশ। অবশ্য ২০০৭ বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজে কানাডা-বারমুডাকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজে অঘোষিতভাবেই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ দল সবগুলো ম্যাচ জিতে। তবে সেখানে ছিল না কোন ফাইনাল।
×