ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈদ বকশিশ না পেয়ে মুরগির ডিম নষ্ট, ছয় পুলিশ প্রত্যাহার

প্রকাশিত: ১০:৪১, ১৮ মে ২০১৯

 ঈদ বকশিশ না পেয়ে  মুরগির ডিম নষ্ট,  ছয় পুলিশ প্রত্যাহার

স্টাফ রিপোর্টার ॥ ঈদের বকশিশ হিসেবে বিশ হাজার টাকা না দেয়ায় হাইওয়ে পুলিশের সদস্যরা ৩৫ হাজার মুরগির ডিম নষ্ট করার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। ঘটনার সঙ্গে জড়িত ছয় পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার দুপুরে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, গত ১৬ মে ‘বকশিশ না পেয়ে ৩৫ হাজার ডিম নষ্ট’ শিরোনামের গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ঘটনাটি ঘটে নাটোরের বনপাড়া হাইওয়ে এলাকায়। এমন ঘটনার পর ডিমের মালিক শ্রী বিপ্লব কুমার সাহার সঙ্গে যোগাযোগ করা হয়। ডিমের মালিক বগুড়া হাইওয়ে পুলিশের পুলিশ সুপার বরাবর অভিযোগ করেন। এ ঘটনার তদন্ত হচ্ছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলায় ঘটনার সঙ্গে জড়িত ছয় পুলিশ সদস্যকে তাৎক্ষণিক ক্লোজ করে হাইওয়ে বগুড়া রিজিয়ন সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদ উল্লাহকে প্রধান করে শুক্রবার তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে মতামতসহ বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। প্রসঙ্গত, নাটোরের বড়াইগ্রাম উপজেলার হাটিমকুমরুল মহাসড়কের আগ্রান সুতিরপাড় এলাকায় পিকআপে করে ডিম দিয়ে যাচ্ছিলেন বিপ্লব কুমার সাহা। রাস্তায় পিকআপ নষ্ট হয়। এ সময় হাইওয়ে পুলিশের কয়েক সদস্য তাদের কাছে পিকআপ সরানোর জন্য ২০ হাজার টাকা দাবি করে। অন্যথায় কঠিন মামলায় ফাঁসিয়ে দেয়ার ভয় দেখায়। টাকা দিতে রাজি না হওয়ায় পিকআপের রশি কেটে দেয়। এতে পিকআপে থাকা পৌনে তিন লাখ টাকার ৩৫ হাজার ডিম রাস্তায় পড়ে নষ্ট হয়ে যায়। এতে ডিম মালিকের পথে বসার উপক্রম হয়।
×