ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পচা মাংস বিক্রির দায়ে ৫ বিক্রেতার জেল

প্রকাশিত: ১০:৪০, ১৮ মে ২০১৯

 পচা মাংস বিক্রির দায়ে ৫  বিক্রেতার জেল

স্টাফ রিপোর্টার ॥ রমজানে অভিযান আর ভেজাল- সমান তালেই চলছে দুটো। শুক্রবার রাজধানীতে কয়েকটি মার্কেটে অভিযান চালিয়ে জেল জরিমানা করা হয়। এর মধ্যে পচা মাংস বিক্রির দায়ে রাজধানীর কাপ্তানবাজারে পাঁচ ব্যবসায়ীকে এক মাস করে কারাদন্ড, এক ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা এবং ৪ দোকান বন্ধ করে দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ১৫ মণ পচা মাংস জব্দ করা হয়েছে। কাপ্তানবাজারে র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সারওয়ার আলম জানান, অভিযানকালে কাপ্তানবাজারের প্রতিটি মাংসের দোকান ঘুরে দেখেন র‌্যাব সদস্যরা। এ সময় সঠিক মান ও নির্ধারিত দামে মাংস বিক্রি হচ্ছে কিনা তা দেখা হয়। অসাধু মাংস ব্যবসায়ী কর্তৃক নানাভাবে মেয়াদোত্তীর্ণ ও পচা মাংস প্রক্রিয়াজাত করার অভিযোগ ছিল। এ অভিযানে তার প্রমাণও মিলেছে। এসব অপরাধের দায়ে এক দোকানিকে ৭৫ হাজার টাকা অর্থদন্ড, চার দোকান সিলগালা ও ৫ দোকানিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে। এদিকে সিটি কর্পোরেশন নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গরুর মাংস বিক্রি বিক্রয় করার অপরাধে দেশি মিট এবং আফতাবের মাংসের দোকানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রমজান উপলক্ষে বিশেষ অভিযান চালিয়ে জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহিমনা আক্তার। মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার এবং আদাবর কাঁচাবাজার এলাকায় বাজার তদারকি করা হয়। এ সময় সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে গরুর মাংস বিক্রয় করার অপরাধে দেশি মিট এবং আফতাবের মাংসের দোকানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করায় তিন মুরগির মাংস বিক্রেতা, এক মাছ বিক্রেতা এবং একটি রেস্টুরেন্টসহ সাত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। বাজার তদারকিতে সহায়তা প্রদান করে মোহাম্মদপুর এবং আদাবর থানা পুলিশ। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
×