ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশী পাসপোর্টে বিদেশে পাড়ি জমাচ্ছে রোহিঙ্গারা

প্রকাশিত: ১০:৩৯, ১৮ মে ২০১৯

 বাংলাদেশী পাসপোর্টে বিদেশে পাড়ি জমাচ্ছে রোহিঙ্গারা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রোহিঙ্গারা ক্যাম্প ছেড়ে পালাচ্ছে- এমন অভিযোগ মানতে নারাজ কক্সবাজারের আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু চট্টগ্রাম নগর হয়ে রোহিঙ্গাদের পরিবার পরিজন নিয়ে পালানোর অনেক ঘটনা রয়েছে। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ার পর রোহিঙ্গাদের ভিকটিম বলে আবার ক্যাম্পে ফেরত পাঠানোর অভিযোগ নতুন নয়। তবে ইয়াবা নিয়ে ধরা পড়লেই শুধু রোহিঙ্গাদের জেল হাজতে প্রেরণ করা হচ্ছে। প্রশ্ন উঠেছে যেসব রোহিঙ্গা কক্সবাজারের ক্যাম্প ছেড়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কোন আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে না। ফলে তারা সমুদ্র ও আকাশপথে বিদেশে পাড়ি দিচ্ছে বাংলাদেশী পাসপোর্ট দিয়ে। গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম রেল স্টেশন হয়ে ঢাকা যেতে এক রোহিঙ্গা পরিবার ঢাকাগামী তুর্ণা নিশিথা এক্সপ্রেস ট্রেনে উঠার প্রাক্কালে জিআরপি পুলিশের হাতে ধরা পড়ে। মা ও দুই মেয়ে এবং তাদের মামাসহ মোট ৪ জন ঢাকা যাওয়ার জন্য কুতুব ট্রাভেল এ্যান্ড ট্যুরস এজেন্সির প্রতিনিধি জেয়াবুল হোসেনের সঙ্গে চট্টগ্রাম রেল স্টেশনে অবস্থান নেয়। এ সময় জিআরপি সদস্যদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ শুরু করে। এক পর্যায়ে তারা স্বীকার করে তারা মধ্যপ্রাচ্যে যাবার জন্য কক্সবাজারের কুতুপালং ক্যাম্প থেকে পালিয়ে এসেছে। এরা হল এনামুল্লাহ, তার বোন সুরিয়া বেগম, সুরিয়া বেগমের দুই মেয়ে সাহিদা আক্তার এবং শিশু কন্যাসহ মোট ৪ জন। এই চারজনকে নিয়ে ওই ট্রাভেল এজেন্সির প্রতিনিধি জেয়াবুল হোসেন ঢাকায় যাচ্ছিল। নগরীর রিয়াজুদ্দিন বাজার পাখি গলির এই এজেন্সি থেকে আব্দুল হাকিমের মাধ্যমে মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য রোহিঙ্গারা মোটা অঙ্কের টাকা লেনদেন করেছে। ঢাকায় পাঠাতে জেয়াবুলকে ব্যবহার করছে হাকিম।
×