ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেষ পর্বের ভোট কাল ॥ গান্ধী হত্যাকারীকে নিয়ে তুমুল বিতর্ক

প্রকাশিত: ১০:৩৮, ১৮ মে ২০১৯

 শেষ পর্বের ভোট  কাল ॥ গান্ধী  হত্যাকারীকে  নিয়ে তুমুল  বিতর্ক

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতে লোকসভা নির্বাচনের শেষ পর্বের ভোট আগামীকাল রবিবার। এর আগে মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে ‘দেশপ্রেমিক’ আখ্যা দিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন মধ্যপ্রদেশের ভোপাল কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী সাধ্বী প্রজ্ঞা। গডসেকে নিয়ে দক্ষিণের অভিনেতা ও রাজনীতিবিদ কমল হাসানের সমালোচনার জবাব দিতে গিয়ে প্রজ্ঞা বৃহস্পতিবার বলেন, ‘নাথুরাম গডসে দেশপ্রেমিক ছিলেন, দেশপ্রেমিক আছেন এবং দেশপ্রেমিকই থাকবেন।’ অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক সাক্ষাতকারে বলেছেন, বাপুকে অপমান করায় আমি কোনদিন সাধ্বীকে ক্ষমা করতে পারব না। -খবর ইয়াহু নিউজের। সম্প্রতি নাথুরাম গডসেকে নিয়ে কমল হাসান বলেছিলেন, ‘ভারতের প্রথম উগ্রপন্থী একজন হিন্দুই ছিলেন। তিনি মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসে।’ সে বিষয়টি নিয়ে ভারতের মাটিতে ‘হিন্দু সন্ত্রাস’ নিয়ে প্রজ্ঞাকে প্রশ্ন করা হলে তিনি ওই বিতর্কিত মন্তব্য করে বসেন। প্রজ্ঞা আরও বলেন, ‘যারা নাথুরাম গডসেকে সন্ত্রাসী বলেন, তাদের নিজেদের নিয়ে ভাবা উচিত। নির্বাচনের ফল বেরোলেই তারা জবাব পেয়ে যাবেন।’ বিজেপি নেত্রী প্রজ্ঞার এ মন্তব্যের পরই রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে। জাতির জনকের প্রসঙ্গে এমন মন্তব্য করায় দেশের প্রায় সব রাজনৈতিক দলই তার কড়া সমালোচনা করেছে। বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বিজেপি। তড়িঘড়ি দেয়া বিবৃতিতে তারা বলেছে, ‘আমরা তার মন্তব্যের সমালোচনা করছি। বিজেপি এ মন্তব্যের সঙ্গে একমত নয়। দল প্রজ্ঞার কাছে এর ব্যাখ্যা চাইবে। তার জনসমক্ষে ক্ষমা চাওয়া উচিত।’ তবে এটাই প্রথম নয়, এর আগেও বেফাঁস মন্তব্য করে পুরো নির্বাচন পর্বেই দলকে বিপাকে ফেলেছেন প্রজ্ঞা। শুধু সাধ্বী নয় বিজেপির একাধিক নেতা মন্ত্রী এ ধরনের মন্তব্য করছেন। গত কয়েক দিনের মধ্যে বিজেপির বেশ কয়েক নেতা নাথুরাম গডসেকে নিয়ে এমন মন্তব্য করেছেন যা বিজেপির আদর্শের বিরোধী বলে জানিয়েছেন খোদ সভাপতি অমিত শাহ। তিনি শুক্রবার সকালে টুইট করে বলেছেন, এসব নেতা যা বলেছেন তার সঙ্গে দলের কোন সম্পর্ক নেই। কিন্তু এই ধরনের বক্তব্যকে দল সমর্থন করে না। দলের আদর্শের সঙ্গেও এ ধরনের বক্তব্য খাপ খায় না। তাই তাদের থেকে এ ধরনের মন্তব্য করার কারণ জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি গোটা বিষয়টি আপাতত বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটি দেখছে বলে জানিয়েছেন অমিত। এদিকে নিজের বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন সাধ্বী। দুবার প্রকাশ্যেই নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। কখনও বলেছেন দলের বক্তব্য আমার বক্তব্য। আবার কখনও বলেছেন আমি এদেশের সমস্ত মানুষের কাছে ক্ষমা চাইছি। নাথুরাম গডসেকে নিয়ে আমি যা বলেছি তা সম্পূর্ণ ভুল। আমার জাতির জনকের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা আছে। বিজেপির পতনের আভাস ॥ ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র বুথ ফেরত জরিপ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে বিজেপির ভরাডুবির আভাস পাওয়া গেছে। ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেছে, বিগত নির্বাচনের সাপেক্ষে বিজেপি নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। আরচণবিধি অনুযায়ী সব ধাপের নির্বাচন শেষ হওয়ার আগে এ ধরনের বুথ ফেরত জরিপ প্রকাশের কোন সুযোগ নেই। ইন্ডিয়া টুডে ফাঁসের এ ঘটনায় দুঃখ প্রকাশ করলেও তাদের দাবি, যা ফাঁস হয়েছে তা আসলে প্রকৃত ফল নয়, জরিপের ডামি।
×