ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘মোদিলাই’ নিয়ে বিপাকে রাহুল

প্রকাশিত: ১০:১৩, ১৮ মে ২০১৯

 ‘মোদিলাই’ নিয়ে  বিপাকে রাহুল

ইংরেজীতে নতুন শব্দ ‘মোদিলাই’। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে টুইটারে এমন পোস্ট দিয়ে খোদ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীই এখন বেকায়দায়। অক্সফোর্ড ডিকশনারি কর্তৃপক্ষ বলেছে, এমন কোন শব্দের অস্তিত্ব নেই। ভারতে জাতীয় নির্বাচন ঘিরে শীর্ষ নেতারা একের পর এক উদ্ভট কথা বলে ও কাজ করে হাসির পাত্রে পরিণত হচ্ছেন। গত ১৫ মে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী টুইটারে ইংরেজী শব্দের অর্থ খোঁজার একটি ওয়েবসাইটের স্ন্যাপশট পোস্ট করে লেখেন, ‘ইংরেজী অভিধানে নতুন শব্দ।’ ওই স্ন্যাপশটে ‘মোদিলাই’ শব্দের অর্থ বলা হয়, ‘বার বার সত্য পরিবর্তন করা’ বা ‘ক্রমাগত এবং অভ্যাসবশত মিথ্যা বলা’ বা ‘অনর্গল মিথ্যা বলা’। অক্সফোর্ড ডিকশনারি থেকে রাহুলের ওই টুইটের জবাবে বলা হয়, তিনি ‘ভুয়া’ ছবি শেয়ার করেছেন। ইংরেজীতে এমন কোন শব্দের ‘অস্তিত্ব নেই’। অক্সফোর্ড ডিকশনারি কর্তৃপক্ষের টুইটের পর তা শেয়ার করে বিজেপি নেতা অমিত মালভিয়ার বলেন, টুইট ‘চড় পড়েছে’। -ইয়াহু নিউজ
×