ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বৈধতা দিল তাইওয়ানের পার্লামেন্ট

প্রকাশিত: ০৮:৪২, ১৮ মে ২০১৯

 বৈধতা দিল  তাইওয়ানের  পার্লামেন্ট

এশিয়ার প্রথম দেশ হিসেবে সমলিঙ্গের বিয়েকে বৈধতা দিয়েছে তাইওয়ানের পার্লামেন্ট। শুক্রবার পার্লামেন্টে এ সংক্রান্ত একটি ভোটের পর সমকামীরা জুটি গড়ার আনুষ্ঠানিক স্বীকৃতি পাচ্ছেন। বিবিসি। ২০১৭ সালে দেশটির সাংবিধানিক আদালত এক রায়ে সমলিঙ্গের বিয়ের পক্ষে অবস্থান নিয়েছিল। এ সংক্রান্ত আইন বদলাতে পার্লামেন্টকে দুই বছরের সময়ও বেঁধে দেয় তারা। ২৪ মে সুপ্রীমকোর্টের ওই সময়সীমা শেষ হবে। তার আগেই শুক্রবার তাইওয়ানের পার্লামেন্ট সমলিঙ্গের বিয়ের অনুমতি দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। সমকামীদের বিয়ের অনুমোদন দিতে পার্লামেন্টে আইন প্রণেতারা তিনটি আলাদা বিল নিয়ে বিতর্কে লিপ্ত হয়েছিলেন। ঐতিহাসিক এ মুহূর্তের সাক্ষী হতে রাজধানী তাইপের পার্লামেন্ট ভবনের বাইরে হাজারো সমকামী ও মানবাধিকার কর্মী জড়ো হয়েছেন।
×