ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হঠাৎ দেখা মিলল

প্রকাশিত: ০৮:৪০, ১৮ মে ২০১৯

 হঠাৎ দেখা মিলল

ভারত মহাসাগরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রবাল দ্বীপ আলডাবরায় এক সময় ছিল ‘হোয়াইট থ্রোটেড রেল’ পাখির। প্রায় এক লাখ ৩৬ হাজার বছর আগে সমুদ্রের তলদেশে নিশ্চিহ্ন হয়ে যায় দ্বীপটি। বাসস্থান হারায় পাখিটিও। তবে বিলুপ্ত হওয়া পাখিটিকে আবারও দেখা গেছে। এবার তাদের দেখা যায়, পূর্ব আফ্রিকার উপকূল থেকে চার শ’ কিলোমিটার দূরে মাদাগাস্কার দ্বীপে -ইন্ডিপেন্ডেন্ট
×