ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ ইংলিশদের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াই পাকিদের

প্রকাশিত: ১০:২৬, ১৭ মে ২০১৯

 আজ ইংলিশদের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াই পাকিদের

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপের আগে সবচেয়ে ভাল প্রস্তুতিটা পাকিস্তান ক্রিকেট দলই নিতে পারছে। বিশ্বকাপ আয়োজক ইংল্যান্ডের বিপক্ষে তারা বিশ্বকাপ মঞ্চেই খেলছে ওয়ানডে সিরিজ। তবে হাইস্কোরিং দুই ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখালেও জিততে পারেনি পাকরা। টানা দুই ম্যাচ জিতে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ইয়ন মরগানের দল। বিশ্বকাপের আগে দলের এই হেরে যাওয়াটাকে অশনি সঙ্কেত হিসেবে দেখতে নারাজ লেগ স্পিনার শাদাব খান। তিনি আশাবাদী বিশ্বকাপে এই দলটি দুর্দান্ত কিছু করবে। আজ নটিংহ্যামে চতুর্থ ওয়ানডে না জিততে পারলে সিরিজ হেরে যাবে পাকরা। প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়ে যায়। এরপর দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের করা ৩ উইকেটে ৩৭৩ রান তাড়া করে দুর্দান্ত ব্যাটিং করা পাকরা শেষ পর্যন্ত ১২ রানে হেরে যায় ৭ উইকেটে ৩৬১ রান তুলে। দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে পাকরা তুলেছিল ৯ উইকেটে ৩৫৮। কিন্তু ইংলিশ ব্যাটসম্যানরা দারুণ ব্যাটিং করেছেন। ৪৪.৫ ওভারে ৪ উইকেটে ৩৫৯ রান তুলে ৬ উইকেটের অনায়াস জয় তুলে নেয় তারা। ৩ ম্যাচ শেষে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে তাই বেশ ভাল অবস্থানেই আছে ইংল্যান্ড। আজ চতুর্থ ওয়ানডে জিততেই হবে সফরকারী পাকিস্তানকে। নয়তো সিরিজ হাতছাড়া হয়ে যাবে। সিরিজে খেলতে পারেননি লেগস্পিনার শাদাব। ভাইরাস সংক্রমণে বিশ্বকাপ দলে থাকলেও ছিটকে গিয়েছিলেন। তবে দ্রুতই সুস্থ হয়ে এখন ইংল্যান্ডে পৌঁছে গেছেন তিনি। খেলবেন বিশ্বকাপও। এমনকি তার আগে চলমান সিরিজেও দেখা যেতে পারে তাকে। তিনি মনে করছেন দল দুই ওয়ানডে হেরে গেলেও সবচেয়ে আদর্শ বিশ্বকাপ প্রস্তুতি সারছে পাকরা। তাই ইংল্যান্ডের বিপক্ষে হারটা তেমন শঙ্কাজনক হিসেবে দেখছেন না তিনি। তার মতে, দ্বিপাক্ষিক সিরিজ ও বিশ্বকাপ সম্পূর্ণ আলাদা। পাকিস্তান বিশ্বকাপ মঞ্চে ভাল কিছু করতে পারবে বলেই বিশ্বাস তার। দুই ম্যাচেই পাকি ব্যাটসম্যানরা দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন। কিন্তু বোলিং বিভাগটা সুবিধা করতে পারছে না বলে দলের হার ঠেকানো যাচ্ছে না। তারপরও শঙ্কিত নন ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অংশীদার শাদাব। তিনি বলেন, ‘বিশ্বকাপে ভাল করার শতভাগ সামর্থ্য আমাদের দলের আছে। তারা ধুঁকছে (কিন্তু) অন্য দলগুলোও অন্যভাবে ভুগছে। সবমিলিয়ে তারা ভাল খেলছে।’ বোলারদের ছন্দে ফেরার ব্যাপারে আশাবাদী শাদাব। কারণ এই দ্বিপাক্ষিক সিরিজটা তাদের ভাল অভিজ্ঞতা দিচ্ছে। তিনি বলেন, ‘বোলাররা ভাল করছে না, তারা আসলে ছন্দে নেই। কিন্তু যখন তারা জ্বলে উঠবে, আমরা জিততে শুরু করব। যখন দলে চার মূল খেলোয়াড় নেই, তখন কঠিন হয়। কিন্তু একটি সিরিজ (দ্বিপাক্ষিক) ও বিশ্বকাপের মধ্যে অনেক পার্থক্য।’ ব্যাটসম্যানদের পারফর্মেন্সে সন্তুষ্ট ৩৪ ওয়ানডেতে ৪৭ উইকেট নেয়া এই স্পিনার, ‘আজকাল আপনাকে উইকেট নিতেই হয়, কারণ ক্রিকেট এখন খুব গতিময় এবং সাড়ে তিন শ’ রানও যথেষ্ট নয়। হ্যাঁ, আমরা মাঝের দিকে বোলিং নিয়ে ভুগছি। কিন্তু ব্যাটসম্যানরা যা পারফর্ম করছে তা ভাল লক্ষণ।’ আজ এবং সর্বশেষ ওয়ানডে ম্যাচের পরই বোঝা যাবে পাকিস্তান দলটি কোন অবস্থানে আছে। বোলাররা এ দুই ম্যাচে জ্বলে উঠলে অন্যরকম দলে পরিণত হবে সরফরাজ আহমেদরা এটা নিশ্চিতভাবেই বলা যায়।
×