ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হতাশা ঘোচাতে মরিয়া আর্জেন্টিনা

প্রকাশিত: ১০:২৪, ১৭ মে ২০১৯

 হতাশা ঘোচাতে মরিয়া আর্জেন্টিনা

স্পোর্টস রিপোর্টার ॥ সেই ১৯৯৩ সালে সর্বশেষ আন্তর্জাতিক শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এরপর থেকে কত শত চেষ্টা, কিছুতেই সফল হতে পারছে না ফুটবল পাগল দেশটি। অনেকবারই চূড়ান্ত সাফল্যের কাছাকাছি এসে কাঁদতে হয়েছে। ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে তিনটি আসরের ফাইনালে হেরে চূড়ান্ত ব্যর্থতার স্বাক্ষর রাখে আর্জেন্টিনা। এর মধ্যে ২০১৪ সালে বিশ্বকাপের ফাইনাল এবং ২০১৫ ও ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে হার। এবার আরেকবার কোপা আমেরিকার আসর বসতে যাচ্ছে ব্রাজিলে। সঙ্গত কারণেই এবার ব্যর্থতার বেড়াজাল থেকে বের হতে চায় দেশটি। এ কারণে জোরেশোরে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। এ লক্ষ্যে প্রাথমিক দলও ঘোষণা করা হয়েছে। খবরটা একদিন আগেই বের হয়, ইংলিশ প্রিমিয়ার লীগে দুর্দান্ত পারফর্ম করার পর জাতীয় দলে ফিরছেন সার্জিও এ্যাগুয়েরো। অবশেষে সেটাই হয়েছে। ম্যানচেস্টার সিটি তারকাকে ফিরিয়েই কোপা আমেরিকার জন্য প্রাথমিক দল দিয়েছে আর্জেন্টিনা। এ্যাগুয়েরো ছাড়াও প্রাথমিক স্কোয়াডে আছেন অধিনায়ক লিওনেল মেসি, এ্যাঞ্জেল ডি মারিয়া, মাউরো ইকার্দি, পাওলো দিবালারা। দুই সপ্তাহ পর ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে আর্জেন্টিনা ফুটবল এ্যাসোসিয়েশন (এএফএ)। টানা দ্বিতীয়বার ইপিএল শিরোপা জিতেছে এ্যাগুয়েরোর দল ম্যানচেস্টার সিটি। ব্রাইটনের বিপক্ষে শেষ ম্যাচেও গোল করেছেন তিনি। এই মৌসুমে লীগে ৩৩ ম্যাচে তার গোল সংখ্যা ২১। চতুর্থ সর্বোচ্চ গোলদাতা তিনি। সমান ২২টি করে গোল নিয়ে তার আগে আছেন মোহাম্মদ সালাহ, সাদিও মানে এবং অবামেয়াং। রাশিয়া বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন এ্যাগুয়েরো। ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নেয় আর্জেন্টাইনরা। ম্যানসিটির শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এ্যাগুয়েরো। লীগ শিরোপার আগে ইংলিশ লীগ কাপও জিতেছে তার দল। দুই শিরোপা সঙ্গে আরও একটি ট্রফি ঘরে তোলার সুযোগ রয়েছে কুনের দলের। আর্জেন্টিনার প্রাথমিক দল ॥ গোলরক্ষক-এস্তেবান আন্দ্রাদা (বোকা জুনিয়র্স), ফ্রাঙ্কো আরমানি (রিভারপ্লেট), অগাস্তিন মারচিসেন (ক্লাব আমেরিকা), হুয়ান মুসো (উদিনেস) এবং জিরোনিমো রুল্লি (রিয়েল সোসিয়েদাদ), ডিফেন্ডার-গ্যাব্রিয়েল মার্কাদো (সেভিয়া), গঞ্জালো মন্টিয়েল (রিভারপ্লেট), হুয়ান ফয়েথ (টটেনহ্যাম হটস্পার), রেঞ্জো সারাভিয়া, নিকলাস ওটামেন্ডি (ম্যানচেস্টার সিটি), ওয়াল্টার ক্যানেম্যান (গ্রেমিও), জার্মান পিজেল্লা (ফিওরেন্টিনা), র‌্যামিরো ফুনেস মোরি (ভিয়ারিয়াল), নিকলাস তালিয়াফিকো (আয়াক্স), মার্কস আকুনা (স্পোর্টিং সিপি) ও লিওনার্দো সিগালি (রেসিং ক্লাব), মিডফিল্ডার- লিওনার্দো পারেদেস (প্যারিস সেইন্ট জার্মেই), গুইদো রদ্রিগেজ (ক্লাব আমেরিকা), জিওভানি লো সেলসো (রিয়েল বেটিস), রবার্তো পেরেইরা (ওয়াটফোর্ড), রদ্রিগো ডি পল (উদিনেস), ইজিকুয়েল পালাসিও (রিভারপ্লেট), এ্যাঞ্জেল ডি মারিয়া (প্যারিস সেইন্ট জার্মেই), মাতিয়াস জারাকো (রেসিং ক্লাব), ইভান মারকোন (বোকা জুনিয়র্স), গঞ্জালো পিটি মার্টিনেজ (আটলান্টা ইউনাইটেড), ম্যানুয়েল লানজিনি (ওয়েস্টহ্যাম), ইগনাসিও ফার্নান্দেস (মন্টেরে) ও ম্যাক্সিমিলানো মেজা (মন্টেরে), ফরোয়ার্ডÑলিওনেল মেসি (বার্সিলোনা), সার্জিও এ্যাগুয়েরো (ম্যানচেস্টার সিটি), পাওলো দিবালা (জুভেন্টাস), মাউরো ইকার্দি (ইন্টার মিলান), মাতিয়াস সুয়ারেজ (রিভারপ্লেট), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান) ও এ্যাঞ্জেল কোররেয়া (এ্যাটলেটিকো মাদ্রিদ)।
×