ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিরোপা লড়াই আজ

প্রকাশিত: ১০:২৩, ১৭ মে ২০১৯

শিরোপা লড়াই আজ

মিথুন আশরাফ ॥ ওয়েস্ট ইন্ডিজকে আজ ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে হারালেই ইতিহাস রচনা করবে বাংলাদেশ। প্রথমবারের মতো কোন টুর্নামেন্ট বা দুইয়ের অধিক দলের সমন্বয়ে হওয়া সিরিজের শিরোপা ঘরে তুলবে বাংলাদেশ। যে আক্ষেপ এখন পর্যন্ত আছে। তা পূরণ হবে। ডাবলিনের দ্য ভিলেজের ম্যালাহাইড ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে বেলা পৌনে চারটায় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ত্রিদেশীয় সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে। ম্যাচটিতে জিতলেই নিজেদের মাটিতে কোন টুর্নামেন্ট বা দুইয়ের অধিক দলের সমন্বয়ে হওয়া সিরিজের শিরোপা আনবে বাংলাদেশ। বাংলাদেশ আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট খেলছে ৩৩ বছর ধরে। ১৯৮৬ সালের ৩১ মার্চ প্রথম ওয়ানডে খেলে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে ১৯ বছর চলছে। ২০০০ সালের ১০ নবেম্বর টেস্ট আঙ্গিনায় পা রাখে বাংলাদেশ। টি২০তে ১৩ বছর চলছে। ২০০৬ সালের ২৮ নবেম্বর প্রথম টি২০ খেলে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে দ্বিপক্ষীয় কোন সিরিজ ছাড়া টুর্নামেন্ট বা দুইয়ের অধিক দলের সমন্বয়ে হওয়া কোন সিরিজ খেলার সুযোগ নেই। তাই শিরোপা জেতারও সুযোগ নেই। কিন্তু ওয়ানডে ও টি২০ ক্রিকেটে সেই সুযোগ আছে। বাংলাদেশ অনেকগুলো টুর্নামেন্ট বা দুইয়ের অধিক দলের সমন্বয়ে হওয়া সিরিজে খেলেছেও। এর মধ্যে ফাইনালেও ছয়বার খেলেছে। কিন্তু একবারও শিরোপা জিততে পারেনি। এবার ওয়েস্ট ইন্ডিজ আছে সামনে। যে দলটিকে ত্রিদেশীয় সিরিজেই শুধু নয়, এর আগেও বাংলাদেশ হারিয়েছে। এখন ওয়েস্ট ইন্ডিজ যতই শক্তিশালী দল হোক, বাংলাদেশের কাছে কুলিয়ে উঠতে পারে না। আর তাই বাংলাদেশের শিরোপা জেতারও ভাল সুযোগ আছে। সুযোগটি এখন ক্রিকেটাররা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলে কাজে লাগাতে পারলেই হলো। বাংলাদেশ এ পর্যন্ত ওয়ানডে ও টি২০ মিলিয়ে ছয়বার ফাইনালে খেলে। চারবার ওয়ানডেতে ও দুইবার টি২০তে ফাইনালে খেলে। কিন্তু প্রতিবারই রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়। শিরোপার এত কাছে গিয়েও শিরোপা ছোঁয়া হয়নি। প্রথমবার ২০০৯ সালে ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে জয়ের আশা তৈরি করেও হারে। ১১ বল বাকি থাকতে ২ উইকেটে হারে বাংলাদেশ। এরপর ২০১২ সালের এশিয়া কাপের ফাইনালেতো কাঁদতে হয় বাংলাদেশকে। পুরো জাতি আবেগে কেঁদেও ফেলে। কারণ পাকিস্তানের বিপক্ষে ফাইনালে মাত্র ২ রানের হার হয়। নিশ্চিত জেতা ম্যাচটি হাত থেকে ফসকে যায়। এবার ২০১৬ সালে টি২০’র ফাইনালে খেলে বাংলাদেশ। এটিও এশিয়া কাপই। ভারতের কাছে ৭ বল বাকি থাকতে ৮ উইকেটে হারায় বাংলাদেশের শিরোপা হাতছাড়া হয়। কষ্টের বিষয় হলো, এক বছরই বাংলাদেশ তিনটি শিরোপা জেতার একেবারে কাছে গিয়েও পারেনি। সেই বছরটি হচ্ছে ২০১৮ সাল, গত বছর। শুরুটা হয় জানুয়ারিতে, ত্রিদেশীয় সিরিজ দিয়ে। এবারও সেই শ্রীলঙ্কার কাছেই ৭৯ রানে হেরে শিরোপা জিততে পারেনি। শিরোপার ক্ষুধা বাংলাদেশকে বারবার ফাইনালে নিয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত কোন কাজ হয়নি। বছরের জানুয়ারির পর মার্চেই আবার শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে টি২০’র ফাইনালে ভারতের কাছে ৪ উইকেটে হারে বাংলাদেশ। এই ম্যাচটির শেষ বলে জিততে ৫ রান দরকার ছিল ভারতের। দীনেশ কার্তিক ছক্কা হাঁকিয়ে দেন। বাংলাদেশের নিশ্চিত জেতা ম্যাচটি ভারত জিতে যায়। হতাশায় ডুবে বাংলাদেশ। গত বছরের সেপ্টেম্বরে দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালেও ওঠে বাংলাদেশ। এবারও সামনে প্রতিপক্ষ থাকে ভারত। এবারও একই দশা হয়। শেষ বলে গিয়ে ভারত ৩ উইকেটে জিতে যায়। শিরোপা জেতার আশা আবারও হতাশায় ডুবিয়ে দেয়। এবার সপ্তমবারের মতো ফাইনালে খেলছে বাংলাদেশ। এবার প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। যে দলটিকে প্রতিনিয়ত এখন হারাচ্ছেও বাংলাদেশ। এবার বাংলাদেশকে নিয়ে অনেক আশাও আছে। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার এটিই শেষ বিশ্বকাপ হতে চলেছে। এমনও হতে পারে আর বেশিদিন খেলবেনও না তিনি। এমনও হতে পারে মাশরাফির নেতৃত্বে আর কোন শিরোপা জেতার সুযোগ নাও মিলতে পারে। অন্তত এটাতো নিশ্চিত পাঁচ সিনিয়র যে ক্রিকেটার (মাশরাফি, সাকিব, মুশফিক, তামিম, মাহমুদুল্লাহ) আছেন দলে তারা আর একসঙ্গে বিশ্বকাপ খেলবেন না। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাওয়া সুযোগটি নিশ্চয়ই ক্রিকেটাররাও হাতছাড়া করতে চাইবেন না। সঙ্গে মাশরাফিকে একটি শিরোপাও নিশ্চয়ই ক্রিকেটাররা উপহার দিতে চাইছেন। আজই সেই সুযোগ। বিশ্বকাপে কি হবে তা সময়ই বলে দেবে। তবে এখন যে বাংলাদেশ শিরোপা জেতার সুযোগ পেয়েছে, সেই সুযোগ কাজে লাগালেই হয়ে যায়। শিরোপার আক্ষেপ বাংলাদেশের, মাশরাফির এবং ক্রিকেটারদের আজকেই তাহলে মিটে যাবে। ওয়েস্ট ইন্ডিজকে সর্বশেষ ৮ ওয়ানডের ৬টিতেই হারিয়েছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে টানা দুই ওয়ানডেতে হারিয়েছে। একটিতে ৮ উইকেটে, আরেকটিতে ৫ উইকেটে জিতেছে টাইগাররা। তাতেই বোঝা যাচ্ছে, সিরিজে বাংলাদেশ কতটা শক্তিশালী দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কতটা শক্তিশালী হয়ে ধরা দেয় বাংলাদেশ। যদিও এবার ওয়েস্ট ইন্ডিজের দলটিও একটু দুর্বল। পূর্ণ শক্তির দল নিয়ে সিরিজে খেলছে না তারা। এরপরও আয়ারল্যান্ডকে দুটি ম্যাচে হারিয়ে ফাইনালে খেলছে। দুর্বল বলেই নয়, বাংলাদেশ শক্তিশালী বলেই বাংলাদেশের শিরোপা জেতার সম্ভাবনা বেশি। আর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শিরোপা জিতলেই ইতিহাস গড়া হয়ে যাবে বাংলাদেশের। প্রথমবারের মতো শিরোপা জিতবে বাংলাদেশ। পারবে বাংলাদেশ ইতিহাস গড়তে?
×