ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবির অপহরণের ঘটনায় ২ জনের ফাঁসি, যাবজ্জীবন ৮

প্রকাশিত: ১০:১৯, ১৭ মে ২০১৯

 আবির অপহরণের ঘটনায় ২ জনের  ফাঁসি, যাবজ্জীবন ৮

কোর্ট রিপোর্টার ॥ রাজধানী থেকে টিএনজেড গ্রুপের মালিকের ছেলে আবির (৮) অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলায় দুইজনের ফাঁসি এবং অপর ৮ আসামির যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ঢাকার সাত নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ খাদেম উল কায়েস এ রায় ঘোষণা করেন। মৃত্যুদ-প্রাপ্তরা হলেন মোঃ মশিউর রহমান (৪০) ও মোঃ মিজানুর রহমান ওরফে মিজান মাতুব্বর (৩৫)। যাবজ্জীবন দ-প্রাপ্তরা হলেন মোঃ রেজাউল করিম (৩৬), নজরুল ইসলাম (৩২), আব্দুল্লাহ আল মামুন (৩৮), মোঃ ইকবাল হোসেন শুভ (২৮), সজীব আহমেদ ওরফে কামালউদ্দিন (৪৭), মোঃ হোসেন চন্দন ওরফে চঞ্চল, কাউসার মৃধা (২৫) ও জেরা মৃধা (৩০)। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্তরাসহ প্রথম ৮ জন আসামি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। রায়ের পর তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত শেষের দুইজন সহোদর এবং তারা পলাতক রয়েছেন। এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় জহিরউদ্দিন মোঃ বাবর ও শাহ মোঃ অলিউল্যাকে বেকসুর খালাস প্রদান করেছেন ট্রাইব্যুনাল। মামলাটির বিচারকালে ট্রাইব্যুনাল ৪৬ জন সাক্ষীর মধ্যে ৩০ জনের সাক্ষ্য গ্রহণ করেন। ২০১৫ সালের ১৮ মে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় এ মামলা করা হয়। মামলাটি তদন্ত শেষে একই বছরের ২৭ সেপ্টেম্বর একই থানার ইন্সপেক্টর মোঃ কবির হোসেন হাওলাদার ১০ জন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার তদন্তকালে কায়েকজন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।
×