ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাখির ধাক্কায় বোমারু বিমানের ২০ লাখ ডলারের বেশি ক্ষতি

প্রকাশিত: ০৯:৪৯, ১৭ মে ২০১৯

 পাখির ধাক্কায় বোমারু বিমানের ২০ লাখ ডলারের বেশি ক্ষতি

জাপানের বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের সময় পাখির সঙ্গে ধাক্কা খেয়ে যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫ বোমারু বিমানের বড় ধরনের ক্ষতি হয়েছে। বুধবার ইউএস মেরিন কোরের এক বিবৃতিতে একথা বলা হয়। বিবৃতিতে আরও বলা হয়, ‘গত ৭ মে ইউএস মেরিন কোর এয়ার স্টেশন ইওয়াকুনি থেকে উড্ডয়নের সময় মেরিন এয়ারক্রাফট গ্রুপ ১২ এর এফ-৩৫ বোমারু বিমানের সঙ্গে পাখির ধাক্কা লাগলে এটি নিরাপদে রানওয়েতে অবতরণ করে।’ এতে আরও বলা হয়, এই ঘটনায় বিমানের পাইলট আহত হয়নি। -এএফপি
×