ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোনিয়া গান্ধীর উদ্যোগে ২৩ মে বিরোধী নেতাদের বৈঠক

প্রকাশিত: ০৯:৪৯, ১৭ মে ২০১৯

 সোনিয়া গান্ধীর উদ্যোগে  ২৩ মে বিরোধী  নেতাদের বৈঠক

লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রায় শেষের পথে। রবিবার শেষ দফার ভোট। ২৩ মে সপ্তদশ লোকসভা নির্বাচনের ফল। ওই দিনই নয়াদিল্লীতে বিরোধী দলের নেতাদের নিয়ে বৈঠক ডেকেছে কংগ্রেস। সেই বৈঠকের দায়িত্ব নিয়েছেন সোনিয়া গান্ধী। ডিএমকে নেতা এম কে স্ট্যালিনকে ইতোমধ্যেই চিঠি লিখেছেন তিনি। ২০১৭ সালে কংগ্রেস সভাপতি পদে অভিষেক হয় রাহুল গান্ধীর, তবে ইউপিএর চেয়ারপার্সন রয়েই গেছেন সোনিয়া। লোকসভা নির্বাচনে যদি কোন দলই ম্যাজিক ফিগার ছুঁতে না পারে, সেক্ষেত্রে বিরোধী দলগুলোর সঙ্গে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা শুরু করে দিয়েছেন সোনিয়া গান্ধী। খবর এনডিটিভির।
×