ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে মৎস্যজীবীদের বিক্ষোভ

প্রকাশিত: ০৮:৫৫, ১৭ মে ২০১৯

 চট্টগ্রামে মৎস্যজীবীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বঙ্গোপসাগরে মৎস্য আহরণে নিষেধাজ্ঞার বিষয়ে চট্টগ্রামে মত বিনিময় করতে এসে জেলেদের বিক্ষোভের মুখে পড়েন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু। আগামী ২০ মে থেকে ৬৫ দিনের এই নিষেধাজ্ঞায় জেলেদের জীবন কিভাবে চলবে তা ভাবা হয়নি বলে অভিযোগ তাদের। সরকারের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান মৎস্যজীবীরা। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত হয় এ মত বিনিময় সভা। এ সময় সভাস্থলের বাইরে জেলেরা মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে স্লোগান দেয়।
×