ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইয়াবা মামলার আসামি হাজতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা

প্রকাশিত: ০৮:৫৩, ১৭ মে ২০১৯

 ইয়াবা মামলার  আসামি হাজতে  ফাঁস লাগিয়ে  আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৬ মে ॥ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানায় ইয়াবাসহ গ্রেফতার হওয়া আসামি ওমর ফারুক ওরফে রায়হান (২০) হাজতখানায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টায় রায়হান হাজতখানার ভেন্টিলেটরের রডের সঙ্গে পরনের লুঙ্গি ছিড়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদান করবে। এছাড়া নিহত ওমর ফারুকের মৃতদেহ তার মা রেবা বেগমের কাছে বৃহস্পতিবার দুপুরের পরে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ওমর ফারুককে বুধবার রাত আনুমানিক পৌনে দশটায় কুয়াকাটা চৌরাস্তা এলাকা থেকে ১৩ পিস ইয়াবাসহ পুলিশ গ্রেফতার করে। তার নামে নলছিটি, বাকেরগঞ্জ ও মহিপুর থানায় মোট চারটি মাদকের মামলা রয়েছে। বরিশাল-কুয়াকাটা রুটের ইমন পরিবহন একটি বাসের হেল্পার হিসেবে কর্মরত ছিল। মহিপুর থানার পুলিশ জানান, ওমর ফারুকের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার তবির কাঠি গ্রামে। বুধবার রাতেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ ও কুয়াকাটা হাসপাতালের মেডিক্যাল অফিসারের উপস্থিতিতে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।
×